নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মোদীর শপথে আমন্ত্রিত রাজ্যের নিহত বিজেপি কর্মীদের পরিবার।আগামী ৩০ মে বৃহস্পতিবার দিল্লীর রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন।এই অনুষ্ঠানে পিএমও দফতর থেকে থেকে ডাক আসে এই পরিবারগুলির কাছে।
আমন্ত্রিত পরিবারের সদস্যদের আজ মেদিনীপুর জেলা কার্যালয়ে স্বাগত ও সম্মান জানান জেলা সভাপতি শমিত কুমার দাশ।
আরও পড়ুনঃ মোদীর শপথে উপস্থিত থাকার ইঙ্গিত মমতার
এই আমন্ত্রণে আপ্লুত আক্রান্ত পরিবার গুলির সদস্যরা।তারা জানায় যে,এই আমন্ত্রণে তারা গর্বিত।বিজেপি তাদের যে সম্মান দিয়েছে তাতে তারা সম্মানিত।
কেশিয়াড়ী ব্লকের ঘৃতগ্রাম অঞ্চলের মনু হাঁসদার স্ত্রী মালতী হাঁসদা,পুত্র গনেশ হাঁসদা, দাঁতন ব্লকের কাঁটাপাল গ্রামের বিপিন দাসের পুত্র সুবল দাস,বোনপো নবকুমার সাউ,গোয়ালতোড় ব্লকের মাকলি অঞ্চলের বাহাদুর সরেনের পুত্র দেবাশীষ মুর্মু,ভাইপো বিকাশ মুর্মুরা এই আমন্ত্রণ পেয়েছে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584