নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
দক্ষিণ কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু হয় মুর্শিদাবাদের সাগরদিঘির ৫ শ্রমিকের। ঘটনায় আহত হন জহিরুদ্দিন সেখ। ঘটনার খবর সাগরদিঘী থানার বাহালনগর গ্রামে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মঙ্গলবার মধ্য রাতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন সাগরদিঘি থানার পুলিশ প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় কুলগামের কার্তুসু গ্রামে শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। নিহত হন মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বাহালনগর গ্রামের বাসিন্দা মুরসালিম শেখ (৩৬), রফিক শেখ (৫১), নইমুদ্দিন শেখ, কামারুদ্দিন শেখ (৩৪) ও রফিকুল শেখ (২২)। জঙ্গিদের হাতে গুরুতর জখম জহিরুদ্দিন নামের এক শ্রমিক।
কাশ্মীরের হাসপাতালে চিকিৎসাধীন জহিরুদ্দিন। স্ত্রী পারমিতা বিবি জানান, ২৮ দিন আগে শ্রমিকের কাজের উদ্দেশ্যে জম্মু কাশ্মীরে গিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুনঃ পাঁচলক্ষ ক্ষতিপূরণের সাথে চাকরির দাবি কাশ্মীরে নিহত পরিবারের প্রতিবেশীদের
গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে কথা হয়েছিল জহিরুদ্দিনের। তারপর গতকাল রাতে বাড়িতে জানতে পারেন দুস্কৃতিদের গুলি পায়ে লাগে জহিরুদ্দিনের।
সকাল ১১ টায় কথা হয় পরিবারের সদস্যদের সঙ্গে। তিনি এখন সুস্থ আছেন। রাত্রে অস্ত্রপচার আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584