শ্যামল রায়,পূর্বস্থলীঃ
পিঁয়াজের দামের দাবিতে পথে নামলেন চাষীরা।রাস্তায় পিঁয়াজ ফেলে দিয়ে রাস্তায় বসে পড়েন পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট থানার সিংহজুলি গ্রামের চাষীরা।পূর্বস্থলী ১ নং ব্লকের নাদন ঘাট অঞ্চলের কয়েকশো চাষী সোমবার বিকালে নবদ্বীপ বর্ধমান রোডের উপর পিঁয়াজের বস্তা ও পিঁয়াজ ছড়িয়ে দেয়।পথ অবরোধ করে চাষিরা ক্ষোভে ফেটে পড়েন।
চাষীদের অভিযোগ যে দিনের পর দিন তারা জমিতে প্রচণ্ড পরিশ্রম করে ধারদেনা করে চাষ করে ও ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না।সবজি ফসলের ক্ষেত্রেও এক রকম অবস্থা।অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন শুধুমাত্র বিভিন্ন প্রকল্প ঘোষণা করলেই চাষীদের উন্নতি হবে না প্রকৃত অর্থে চাষিরা যে উৎপাদিত ফসল তৈরি করছেন তার একটা ন্যায্য মূল্যের বিষয়টি ভাবতে হবে সরকারকে।
আরও পড়ুনঃ ন্যায্যমূল্যের দাবীতে জাতীয় সড়কে আলু ফেলে অবরোধ চাষীদের
চাষীদের উৎপাদিত ফসল বিক্রি করে যদি ন্যায্য দাম যদি না পান তাহলে চাষিরা বেঁচে থাকতে পারবেন না বলে অবরোধকারীদের বক্তব্য।তাই এ দিনের পথ অবরোধের ফলে স্বাভাবিক কারণেই বাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সাময়িকভাবে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীসাধারণ।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584