জয়নগরে ক্ষতিপূরণের লাইনে মৃত্যু বুলবুল বিধ্বস্থ কৃষকের

0
63

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে এ রাজ্যে প্রাণহানির চেয়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। আর সেই ফসলের ক্ষতিপূরণ চাইতে গিয়েই মৃত্যু হল রাজ্যের কৃষকের।

Devastated farmers dead | newsfront.co
ছবিঃ প্রতীকী

গত মাসে তীব্র ঘূর্ণিঝড়ে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ার পরে সরকারি ক্ষতিপূরণ পাওয়ার জন্য পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরেই প্রাণ হারান দক্ষিণ ২৪ পরগণার ওই কৃষক। পরিবারের এক সদস্য জানিয়েছেন ওই কৃষক, গণেশ নাইয়া (৬২) সোমবার সকাল ৮ টা থেকে জয়নগর-১ বিডিও কার্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুনঃ সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় উদ্ধার মানসিক ভারসাম্যহীন মহিলা

মৃতের ভাই শেখর নাইয়ার বক্তব্য, “আমার বড় ভাই আমার সামনেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। বিশাল লম্বা লাইন পড়েছিল। পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলেন দাদা। অপেক্ষা করতে করতে হঠাৎ করেই তিনি নীচে পড়ে গেলেন। আমরা দাদাকে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

যৌথ বিডিও বিপ্লব কুমার পাল পরে শোকগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাদের সান্ত্বনা জানান। পরিবারকে সরকারি সাহায্যের প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও পড়ুনঃ তৃণমূল চুপ থাকলেও নাগরিকত্ব বিলের সমর্থনে রাজ্যসভার ১২২ সদস্য

বিপ্লব কুমার পাল একটি জাতীয় গণমাধ্যমকে বলেন, “আমরা যতটুকু সরকারিভাবে সমর্থন করতে পারি, পরিবারকে সমস্তভাবে সেসব দেওয়ার চেষ্টা করব।”

গত ৯ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুল রাত্রি সাড়ে ৮ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে সুন্দরবনের ধাঞ্চি বনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং পরে দুর্বল বুলবুল, ঝড় হিসাবে বাংলাদেশে প্রবেশ করে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, বুলবুলের প্রভাবে ১৫ লক্ষ হেক্টর জমিতে ধান এবং সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here