কর্নসুবর্ণে তুরকুন তলার মেলা

0
204

নিজস্ব সংবাদদাতা,কর্নসুবর্নঃ

the festival at karnasubarna
নিজস্ব চিত্র

নববর্ষের দ্বিতীয় দিনে তুরকুন তলার মেলায় মাতল এলাকাবাসী।মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান কর্নসুবর্ন।বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্কের রাজধানী ছিল এই কর্নসুবর্ন।এই রাজবাড়ি ডাঙ্গার নিকটেই অবস্থিত রাক্ষস ডাঙ্গা।এই ঢিবির ওপরেই মাজা শরীফের দরগাকে কেন্দ্র করে চলে অনুষ্ঠান মেলা।এই মেলা উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগম ঘটে এলাকায়।

the festival at karnasubarna
মেলা কমিটির সদস্যবৃন্দ । নিজস্ব চিত্র

দূর দূরান্ত থেকে মানুষ এই দিন আসে এই দরগায় মানত করতে।বিশ্বাসী মানুষরা বললেন এখানে সত্যিই তাঁদের মনবাসনা পূরণ হয়েছে।ভক্তির টানেই আসেন প্রতি বছর।
কথিত আছে বহু বছর আগে রাজা কর্নসেনের রাজত্ব ছিল এখানে।তাঁর একটি পোষা রাক্ষস ছিল তার অত্যাচারে অতিষ্ঠ ছিল মানুষ।

আরও পড়ুনঃ চড়ক মেলা ঘিরে উদ্দীপনা

the festival at karnasubarna
উৎসব প্রাঙ্গণ ।নিজস্ব চিত্র

এরপর একজন তুর্কিস্তানবাসী ফকির এসে এই রাক্ষসকে মেরে মানুষকে পরিত্রাণ দেয়।তুর্কিস্তানের সেই ফকিরই ছিলেন মাজা শরীফ ; তুরপুন তলায় বাস করতে থাকেন তিনি।এরপর অনেক সময় গড়িয়ে যায়।তার সম্মানেই এই মেলা হয় বিশেষ দিনে।

হিন্দু মুসলিম সকল মানুষ একত্রে এই উৎসবের আয়োজন করেন।বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসেন পুজো দেন।মেলা কমিটির সদস্যরা জানান পুলিশ অনুমতি নিয়েই এই মেলা করা হয় প্রতি বছর।সভাপতি সিরাজুল মোল্লা জানান ভিড় সামলাতে তাঁদের যথেষ্ট ব্যবস্থা নিতে হয়।একদিনের মেলা হওয়ায় প্রচুর মানুষ একসাথে আসেন।মেলায় দেখা পাওয়া গেল সিভিক ভলেনটিয়ারের।দোকান পসরা নিয়ে বিকিকিনি পর্ব লক্ষ্য করা গেল।সব মিলিয়ে উৎসবের বাতাবরণ এলাকার সর্বত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here