নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বর্তমান সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরের ফ্লিম সোসাইটি হলে অনুষ্ঠিত হলো বুক পকেট উৎসব।সময় বদলেছে৷সময়ের সাথে তাল মিলিয়ে অনলাইন মাধ্যমে নানান প্রয়োজনীয় সামগ্রী বেচাকেনার চলও এখন শহরের পাশাপাশি গ্রামেও ছড়িয়ে পড়ছে।বাংলা লিটল ম্যাগাজিন প্রকাশনা সংস্থাগুলির বই ও পত্রপত্রিকা এবং হস্তশিল্পীদের শিল্পসামগ্রী অনলাইন মাধ্যমে বেচাকেনার যোগসূত্র তৈরী করতে আই-সোসাইটি সংস্থা শুরু করলো ‘বুকপকেট ডট ইন’ নামের একটি বিশেষ উদ্যোগ ৷
৭ মে অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে তারই সূচনা উপলক্ষ্যে ছিল একটি সাংস্কৃতিক সন্ধ্যা।বুকপকেট উৎসব ।গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী ৷
আরও পড়ুনঃ ইসলামপুরের সরস্বতী শিশু মন্দিরে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন
বুকপকেট-এর ওয়েবসাইট উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক সত্যজিৎ সাহা এবং মোবাইল এপ্লিকেশন উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড.অমলকুমার ভুঁইয়া ৷
গুগল প্লে স্টোর থেকে বুকপকেট এপটি ইনস্টল করে তাঁরা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি নিয়ে নানান ভাবে আলোকপাত করা হয়।অধ্যাপক সাহা বলেন, একটি জেলা শহর থেকে ছোট ছোট প্রকাশনা ও হস্তশিল্পীদের নিয়ে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং তা অচিরেই প্রসারলাভ করার সম্ভবনা রাখে।অনুষ্ঠানে প্রকাশিত হয় অচিন্ত মারিক সম্পাদিত অমিত্রাক্ষর পত্রিকার কাঠবিড়ালী সংখ্যা।কবিতার কয়েকটি পকেট বইও প্রকাশিত হয়।শ্রীকান্ত ভট্টাচার্য-এর লেখা “অস্বচ্ছ অনুভূতির দাগ”, সৌমিত্র রায়-এর “রিয়েল টাইম মনিটরিং সিরিজ”, পার্থসারথি শ্যাম-এর “প্যালেট”, গোপেশ রায়-এর “মিসড কল” ৷ এক মলাটে দুটি পত্রিকার প্রকাশকে কেন্দ্র করেও তরুণদের মধ্যে বিশেষ উন্মাদনা ছিল ৷ সৌমিত্র রায় সম্পাদিত আই-সোসাইটি এবং বিশ্বজিৎ বৈদ্য সম্পাদিত আঁখিপট এক বিশেষ মেলবন্ধনের বার্তা রচনা করে।অনুষ্ঠানে গান পরিবেশন করেন অনন্যা রায়,সৌম্যদীপ রায়৷ কবিতাপাঠ করেন অরবিন্দ মুখোপাধ্যায়,বিশ্ব বন্দ্যোপাধ্যায়,মৃণাল কোটাল প্রমূখ। ই-বুক, অনলাইন শপিং ইত্যাদি ইন্টারনেটকে কেন্দ্র করে সমসময়ের চালচিত্র সম্ভাবনার নানান দিক তুলে ধরেন ড.প্রসূন কুমার পড়িয়া,ড.মধুপ দে,বিদ্যুৎ পাল,সুদীপকুমার খাঁড়া,সৌমিত্র চক্রবর্তী,নিলয় মিত্র প্রমূখ।সমাপ্তি ভাষণে সকলকে শুভেচ্ছা জানান উৎসবের আহ্বায়ক সৌমিত্র রায় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584