নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
চারিদিকে যখন বৃষ্টির অভাবে ধান রোপন করতে পারছেন না চাষিরা,বর্ষাকালেও জলের জন্য হাহাকার গোটা এলাকায়।তখন খগেন বাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে দেখলে কেউই বলবে না যে বর্ষাকালে বর্ষা নেই।বাড়ি থেকে একশ মিটার দূরে যেখানে চড়া রোদে চাষ হচ্ছে না সেখানে বাড়ির সামনে হাঁটু সমান জল।এসব দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে।

সহজ ভাবে ভাবলে উত্তর পাওয়া যাবে না এই সহজ প্রশ্নের।পুরোটাই রাজনীতির চাল কি ? না অন্য কিছু কারণ আছে।
জানা গেছে খাগেন দাস ও দেবেশ দাসের মধ্যে রাজনৈতিক মতবিরোধের কারণেই বাড়ি থেকে অনতি দূর পর্যন্ত কাটা রয়েছে ড্রেন।ফলতঃ বর্ষা শুরু হতে বাড়ির সামনে জমছে পচা দুর্গন্ধ জল থেকে পুকুরের জল।এভাবে এভাবেই দুই মাস ধরে চলছে দিন যাপন।
আরও পড়ুনঃ ২৩ বছর পর হারানো জমি ফিরে পেল ফাঁসিদেওয়ার বৃদ্ধ দম্পতি

আংশিক ভাবে ব্যবহার বন্ধ হয়ে পড়েছে টিউবওয়েলের।সম্পুর্ন বন্ধ শৌচাগার ব্যবস্থা।আশঙ্কা নোংরা জল থেকে নানা জলবাহিত রোগ হওয়ার।প্রসঙ্গত কলকাতা হাওড়া সহ একাধিক জেলাতে বাড়ছে জলবাহিত নানা অসুখ,বাড়ছে ডেঙ্গুর প্রভাব।

অভিযোগ একটি পরিবারের উপর রাগবশত এই ড্রেন নির্মান।বারবার বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ জানিয়ে কোন সুরাহা হয়নি।দুই মাস ধরে ছোট বাচ্চা মেয়ে কে নিয়ে থাকেন এই পরিবার,নানা ধরনের জলবাহিত রোগেও ভুগছেন তারা।
দুই মাস ধরে জল জমা থাকার পরেও বিডিও,জেলাশাসক এমনকি “দিদিকে বলো” মাধ্যমে জানানোর পরেও কোন সুরাহা না হওয়ায় আশাই ছেড়ে দিয়েছেন তিনি।
যদিও এদিকে এই বিষয়ে কোন মন্তব্য করতে চান নি দাঁতন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ ঘোষ।প্রশাসনের নীরবতার জন্যই হাল ছেড়েছে পরিবার।ব্যবস্থা করুক প্রশাসন এই আর্জি টুকুই বর্তমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584