শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাস মালিক ও যাত্রীদের সংঘর্ষ বাঁধলো বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ডে।আক্রান্ত দুই পক্ষ।ঘটনার জেরে বালুরঘাট বাস অবরোধ করে বিক্ষোভ দেখায় যাত্রীরা।ঘন্টাখানেক ধরে চলে এই অবরোধ। ফলে দূরপাল্লার বাসগুলি আটকে পরে।বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা নিয়ন্ত্রণে এনে অবস্থা স্বাভাবিক করে।
জানাগেছে, এদিন বালুরঘাটের এক ব্যবসায়ী প্রলয় কান্তি দে তার পরিবার নিয়ে বাসে চাপেন কলকাতার উদ্দেশ্যে যাবেন বলে।তিনি বালুরঘাটের কুন্ডু ট্রাভেলস বলে একটি বাসে টিকিট করেছিলেন।অন্যদিনের মত বাস মালিক তদারকি করতে ওঠেন ওই বাসেই।
আরও পড়ুনঃ গাড়ি-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১
ওই সময়ই ওই যাত্রী প্রলয় কান্তি দের সঙ্গে ধাক্কা লাগে মালিক গোপাল কুন্ডুর।তর্ক বিতর্কে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।এই মারামারিতে জড়িয়ে পড়ে অন্য যাত্রী ও বাস কর্মীরাও।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।অবরোধ শুরু হয়ে যায় বাসস্ট্যান্ডে।পরে পুলিশ এসে ওই যাত্রী প্রলয় কান্তি দে কে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে যায়।প্রলয় কান্তি দে ও তার স্ত্রী রিয়া দে জানান, “বাসে উঠে অসভ্যতা করছিল মালিক। তার প্রতিবাদ করায় বাস মালিক মারধর করেছেন।”
অন্যদিকে বাস মালিক গোপাল কুন্ডু জানান, “ওই যাত্রী বিনা দোষে আমার উপর চড়াও হয়েছেন।যাত্রীটি আগে ঘুষি মারে।” ব্যক্তিগত বাকবিতণ্ডা থেকেই হাতাহাতির জেরে এদিন উত্তপ্ত থাকলো বাস স্ট্যান্ড এলাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584