প্রয়াত ‘রুদালি’ ছবির নির্মাতা কল্পনা লাজমি

0
181

ওয়েবডেস্কঃ-

প্রয়াত বিশিষ্ট চিত্র নির্মাতা কল্পনা লাজমি। রবিবার সকালে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তাঁর ভাই দেভ লাজমি সংবাদ সংস্থা পিটিআইকে জানান যে তিনি কিডনি ও লিভার সমস‍্যায় ভুগছিলেন। তাঁর ডায়ালিসিসও চলছিল।অবশেষে আজ ভোর সাড়ে চারটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাস্তব ঘটনার উপর ছবি তৈরির জন্য তিনি বেশি করে পরিচিত ছিলেন। একদিকে যেমন তিনি ছিলেন ডিরেক্টর, প্রোডিউসার আবার স্ক্রীন রাইটার। তাঁর ছবিতে অনেক ক্ষেত্রেই নারীদের মুখ্য ভূমিকায় দেখা যেত। তাঁর তৈরি কয়েকটি বিখ্যাত সিনেমা হল ‘রুদালী’, ‘দামন’, ‘দরমিয়া’।

তিনি শেষ বারের মত চিত্র পরিচালনার কাজ করেছিলেন ২০০৬ সালে ‘চিঙ্গারিয়া’ সিনেমার মাধ্যমে। এটা ছিল তাঁর সঙ্গী ভূপেন হাজারিকার লেখা ‘দ‍্যা পোস্টম্যান অ্যান্ড দ‍্যা প্রস্টিটিউট’ উপন্যাসের অনুকরণে তৈরি।(ছবি-সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here