নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা চলচ্চিত্র অভিনেতা দীপক অধিকারী(দেব)। সাদিখাঁরদিয়ার হাইস্কুল মাঠের আজকের নির্বাচনী জনসভায় দেব ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী আবু তাহের খান,জলঙ্গী বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রেজ্জাক,তৃণমূলের ব্লক সভাপতি আরিফ বিল্লাহ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার।
আজকের এই জনসভা হেলিকপ্টার অবতারণ নিয়ে একটু সমস্যা হওয়ায় জনসভার নির্ধারিত সময়ে পৌঁছাতে একটু দেরি হয় তারকা বক্তার।
ঘাটালে নিজের নির্বাচনী কেন্দ্রের জনসভার সুরেই দেব আজকের জনসভায় রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তি দিয়ে ভোটের আবেদন জানান দলীয় প্রার্থীর সমর্থনে।তিনি বলেন,বুলেট ট্রেনের আগেও আমাদের সেনাবাহিনীর প্রয়োজন বুলেট প্রুফ জ্যাকেটের।
আরও পড়ুনঃ উন্নয়নের ফিরিস্তির সাথে সাথে বিজেপির বিরোধীতায় সুর চড়ালেন দেব
এই নির্বাচনী জনসভায় বক্তব্য চলাকালীন প্রার্থীর নাম সাইড থেকে বলে দিতে হচ্ছিল।তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে এলেও প্রার্থীর নাম যে সঠিক ভাবে মনে জেনে আসেন নি তা তার বক্তব্য চলাকালীন সময় স্পষ্ট হয়ে উঠছিল।তবে তারকা প্রার্থীকে ঘিরে জনতার উন্মাদনা ছিল লক্ষ্যনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584