সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

নির্বাচনী ফলাফল ঘোষনার পর উত্তপ্ত হয়ে ওঠে বিষ্ণুপুর।ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুর থানার জুলপিয়া গ্রামে বিজেপি কর্মী তাপস মণ্ডলের বাইক পোড়ানোর অভিযোগ উঠেছে তৃনমূলের বিরুদ্ধে।তপন মণ্ডলের বাড়ী পানারালা গ্রামে।এদিন আক্রমন করে ভাঙচুর লুটপাট করা হয়।অভিযোগের তীর টিএমসির দিকে।তাপস বিষ্ণুপুর থানার সিভিক পুলিশ।
আজ জুলফিয়া গ্রামে যায় তার পুলিশি কাজ নিয়ে,সেখানে তাপস বচসায় জরিয়ে পরে তৃনমূল সর্মথকদের সঙ্গে।মারধর করায় জয় শ্রীরাম বলে ওঠে।তখনি গাড়ি কেড়ে পুড়িয়ে দেয় তৃণমূল সমর্থকরা এবং মারধর করা হয় তাকে।
আরও পড়ুনঃ বুথ দখল বাড়ি পোড়ানোর অভিযোগ কালনায়
আক্রান্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়াহয়েছে আক্রান্ত তাপস মন্ডলকে। বিশাল পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়।গোটা ঘটনায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584