পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

কু-প্রস্তাবের প্রতিবাদ করায় যুবতীর দোকানে আগুন লাগানোর ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, ইসলামপুর শহরের প্রাণকেন্দ্র স্থানীয় বাস টার্মিনাসের সামনে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা খুবই জনপ্রিয় মোবাইলের দোকানে গভীর রাতে আগুন লাগে।

এই আগুন ইচ্ছাকৃত ভাবে দোকানে লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় যুবক মৃদুল রায়ের বিরুদ্ধে।একটা দোকানের পাশাপাশি আরো একটি মোবাইলের দোকানেও আগুন ছড়িয়ে যায়।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল ক্ষতিগ্রস্ত হয় দুই মোবাইল ব্যবসায়ী।দুটি দোকান মিলিয়ে আনুমানিক সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
আরও পড়ুনঃ আজিমগঞ্জ সবজি বাজারে ভয়াবহ আগুন

অভিযোগ, মোবাইলের দোকানের মালিক মিমি দে সরকারকে কু-প্রস্তাব দিয়েছিল স্থানীয় যুবক মৃদুল রায়।রাত ন’টা নাগাদ কু-প্রস্তাবের জেরে যুবকের সাথে ঝগড়া লেগে যায় যুবতীর।ওই বচসার জেরে রাত আনুমানিক আড়াইটা নাগাদ অভিযুক্ত যুবক দোকানে আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছেন মিমি দে সরকার।
তিনি সংশ্লিষ্ট বিষয়ে ইসলামপুর থানায় মৃদুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।ইসলামপুর থানার আইসি শমিক চ্যাটার্জী বলেন, ‘দোকানে আগুন লাগানোর ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।’ এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584