মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
বেশ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন অসমের এক ব্যক্তি। আগে থেকেই ক্যান্সারের সমস্যায় ভুগছিলেন তিনি। এরপর এই মারণ ভাইরাসের সংক্রমণ দেখা দেয় তাঁর শরীরে।
কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসায় ওই ব্যক্তিকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই করোনার চিকিৎসা চলছিল তাঁর। সঠিক চিকিৎসার ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।
The first #COVID19 patient from Assam who is also a cancer patient was discharged from Silchar Medical College and Hospital day before yesterday: Assam Minister Himanta Biswa Sarma pic.twitter.com/RV2edMIUR0
— ANI (@ANI) May 7, 2020
অবশেষে মঙ্গলবার ওই ব্যক্তিকে করোনামুক্ত রিপোর্ট দিয়ে ছেড়ে দেয় হাসপাতাল। জানালেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সারা বিশ্ব আজ করোনার কবলে। আক্রান্তের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে বহু প্রাণ কেড়ে নিয়েছে এই মারণ ভাইরাস। এরইমধ্যে অসমের ওই ব্যক্তির করোনামুক্ত হওয়ার খবর পেয়ে খুশি দেশবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584