নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার বিক্ষিপ্ত দু’একটি ঘটনা ছাড়া আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সার্বিকভাবে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ।
বিকেল পাঁচটা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোটের হার ছিল ৮১ দশমিক ০৫ শতাংশ। উৎসাহ ও উদ্দীপনাতে ভোট দিলেন আলিপুরদুয়ারের ভোটাররা।এদিন বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় ইভিএম বিকল হওয়ার হওয়ার ঘটনা ঘটে।এদিকে ফালাকাটার ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মিকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।
আরও পড়ুনঃ বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অবাধ শান্তিপূর্ণ ভোট পরিচালনায় কমিশনের লেটার মার্কস রাজ্য পুলিশকে
তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বিকার করেছেন।শান্তিপূর্নভাবে ভোট দিয়েছেন বক্সা পাহাড়ের ১৩ গ্রামের মানুষ।দেশের সরকার গড়ার ভোটে সামিল হয়েছেন পৃথিবীর আদিম জনজাতি টোটো সম্প্রদায়ের মানুষেরা।
জেলার চা বলয় থেকে বনবস্তি মন উজার করে ভোট দিয়েছেন ভোটাররা।এমনকি আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শিরুবাড়ি এক নম্বর বি এফ পি স্কুলে ১২/৭৮ নম্বর বুথে ভোটার না থাকায় বিকেল তিনটেয় ঘুমিয়ে পরেছিলেন বুথের একজন পোলিং অফিসার।সব মিলিয়ে বাস্তবিক অর্থেই আজকেত ভোট গণতন্ত্রের উৎসব হয়ে উঠল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584