খালিদ মুজতবা,ওয়েবডেস্কঃ
প্রয়াত হলেন মুসলিম ব্রাদারহুডের নেতা এবং মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
আদালতকক্ষে একটি মামলার বিচার চলার সময় জ্ঞান হারানোর পর তিনি মারা যান বলে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে ।
The Associated Press: Egypt's state TV says the country's ousted President Mohammed Morsi has collapsed during a court session and died. pic.twitter.com/wUgBKa2AEx
— ANI (@ANI) June 17, 2019
মিশরের ‘আরব বসন্ত’ নামে খ্যাত সরকারবিরোধী বিক্ষোভের পর ২০১২ সালে যে নির্বাচন হয়েছিল তার মাধ্যমে মোহাম্মদ মোরসি প্রেসিডেন্ট হয়েছিলেন।
সাতষট্টি বছর বয়স্ক মোহাম্মদ মোরসির বিরুদ্ধে আনা এক গুপ্তচরবৃত্তির মামলায় হাজিরা দিচ্ছিলেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার এক বছর পরই তার বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয় এবং সেনাবাহিনী মোরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে।
আরও পড়ুনঃ মাওবাদীদের রেজিস্ট্রি হুমকি চিঠি ঘিরে জল্পনা
তখন থেকেই তিনি কারাবন্দী ছিলেন। তাকে ক্ষমতাচ্যুত করে মিশরের নেতা হন আবদুল ফাত্তাহ আল-সিসি, যিনি এখন মিশরের প্রেসিডেন্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584