নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বাজারের এখানে ওখানে আবর্জনার স্তুপ।নোংরা আবর্জনা থেকে মাছ বাজারের বিভিন্ন দোকানে পোকা কিলবিল করছে।সেই পোকা মাছ ব্যাবসায়িদের গায়ে উঠে পড়ছে।তার সাথে মাছের গায়েও পোকা উঠছে।পরিষ্কার মাছ নোংরা হয়ে যাচ্ছে।এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আলিপুরদুয়ার বড় বাজারের মাছ বাজার বন্ধ করে দিয়েছে খুচরো মাছ ব্যবসায়ীরা।
মাছ বাজার বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন আলিপুরদুয়ার শহরের নাগরিকরা।আচমকা এই বনধ পালন করায় বাজারে গিয়ে শুধু সবজি কিনেই বাড়ি ফিরতে হয়েছে ক্রেতাদের। আলিপুরদুয়ার বড় বাজারের খুচরো ব্যবসায়ী কমিটির সম্পাদক অলোক দে বলেন, “ পুরসভার মাছ বাজার পরিষ্কারের কোন বালাই নেই। আমরা পুরসভার সুইপারকে ফের টাকা দেই।
আরও পড়ুনঃ হাসপাতালের জমে থাকা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ আমজনতা
তবুও নিয়মিত আবর্জনা পরিষ্কার হচ্ছে না। এদিন সকালে বিভিন্ন ব্যবসায়ীর দোকান খোলার সময় দেখেন তাদের দোকান গুলোতে পোকা কিলবিল করছে। গোটা মাছ বাজারে দুর্গন্ধে টেকা যাচ্ছে না।সেই কারনে আমরা এই বাজার বন্ধ করে দিয়েছি।
বাজার পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত আমরা বাজারে মাছ বিক্রি করবো না।”
উল্লেখ্য আলিপুরদুয়ার বড় বাজার হচ্ছে আলিপুরদুয়ারের সব থেকে বড় বাজার।শহরের বেশিরভাগ মানুষ তাদের ফলমূল, সব্জি, মাছ ও মাংস সহ নানান প্রয়োজনীয় জিনিসের জন্য এই বাজারের উপর নির্ভরশীল।
এই বিষয়ে আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক কৃষ্ণাভ ঘোষ বলেন , “ ডাম্পিং গ্রাইন্ড না থাকার কারনে বাজারের আবর্জনা পরিষ্কার করার জন্য অসুবিধে হচ্ছে।আমরা দেখছি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়।” মাছ বাজারের হঠাৎ বন্ধের কারনে কিছুটা দুর্ভোগে পড়েছেন ক্রেতারাও তবে সমস্যার দ্রুত সমাধানের আশায় রয়েছেন সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584