নিজস্ব সংবাদদাতা, কলকাতা- মুর্শিদাবাদঃ
মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গি হানায় হত মুর্শিদাবাদের পাঁচ পরিযায়ী শ্রমিক। আহত একজন। এই ভয়াবহ হত্যা কান্ডে শোকস্তব্ধ রাজ্য। হতবাক মুখ্যমন্ত্রীও।
কাশ্মীরের জঙ্গী হানার প্রতিক্রিয়ায় তিনি জানান, কাশ্মীরে এই নৃংশস হত্যায় আমি হতবাক। একই সাথে তিনি নিহত প্রতিটি পরিবারকে পাঁচলক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন।
বর্তমানে কাশ্মীরে কোন রাজনৈতিক কার্যকলাপ হচ্ছে না। সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কিন্তু রাজ্যের শ্রমিকের মৃত্যুর সবিস্তর তথ্য সংগ্রহের জন্য দক্ষিণবঙ্গের এডিজি শ্রী সঞ্জয় সিংকে নিয়োগ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিন মুর্শিদাবাদে নিহত পরিবারের সাথে দেখা করেন তৃণমূলের নেতা মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা।
তবে মুখ্যমন্ত্রী ঘোষিত এই ক্ষতিপূরনের পাশাপাশি নিহত পরিবারের সদস্যদের চাকরির দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ নাগা রাজনৈতিক সমস্যার সমাধানে কুড়ি ঘন্টার বিক্ষোভ মণিপুরে
এদিন স্থানীয় বাসিন্দা চাঁদ হোসেন আমাদের প্রতিনিধিকে জানান যে, ক্ষতিপূরণের পাঁচলক্ষ টাকা খরচ হয়ে যাবে। তখন তো পরিবারগুলিকে ভিক্ষা করে খেতে হবে। সরকার যদি পরিবারের একজন করে চাকরির ব্যাবস্থা করে তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি রক্ষা পাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584