নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের অন্যতম বড় ফুল বাজার হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট।এখানে পূর্ব, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলার কয়েক হাজার ফুলচাষি এই বাজারের ওপর নির্ভরশীল,অথচ কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও তমলুক ডিআরএম অফিসে এই বাজারের দৃষ্টি আকর্ষণ করলেও খড়্গপুর ডিআরএম অফিস থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
সেই মতো আজ তিন জেলার সমস্ত ফুল ব্যবসায়ী ও ফুল চাষিরা মেলে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর সদর দপ্তরের সামনেই একাধিক দাবি-দাবা নিয়ে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দিল, কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতি।
আরও পড়ুনঃ পুলিশী ধরপাকড়কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মেলায় চলছে পাখি বিক্রি
দাবিগুলির মধ্যে যেহেতু এই বাজার থেকে ওড়িশা,ঝাড়খণ্ড,বিহার সহ একাধিক রাজ্যে ফুল রপ্তানি হয়ে থাকে,সেহেতু ভোর তিনটা থেকেই বসে এই ফুলের বাজার তাই অবিলম্বে বাজারের লাইটের ব্যবস্থা করে দেওয়া,বর্ষার সময় এই বাজারে জল জমে যাওয়ার কারণে বাজারের শেডের ব্যবস্থা করে দেওয়া,যেহেতু দূর দুরান্ত থেকে বহু ফুল চাষি সহ ক্রেতারা আসেন তাই শৌচাগারের ব্যবস্থা করে দেওয়া,এবং ফুলকে তাজা রাখার জন্য জলের প্রয়োজন সেহেতু জলের ব্যবস্থা করে দেওয়ার,এছাড়াও ফুল সংরক্ষণ করে রাখার জন্য গুদামের ব্যবস্থা করে দেওয়া,এই সব একাধিক দাবি-দাবা নিয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর দপ্তর সদরে স্মারকলিপি জমা দেওয়া হয়,এই বিক্ষোভ ডেপুটেশন উপস্থিত ছিলেন কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির সভাপতি দেবব্রত কোলে,যুগ্ম সম্পাদক দিলীপ প্রামাণিক ও বিশ্বজিৎ মান্না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584