ধর্মের নামে বাতিল হওয়া খাবার অর্ডার, সরবরাহকারী সংস্থার প্রত্যুত্তর ‘খাদ্যই ধর্ম’

0
162

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপে খাবারের অর্ডার দিয়ে সেই খাবার নিতে অস্বীকার করেন মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্লা।

তবে অর্ডার ক্যানসেল করার কারন জানলে চমকে যাবেন আপনিও।অমিতের অর্ডার ক্যান্সেল করার কারণ হলো ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো এর পক্ষ থেকে যাকে ডেলিভারির জন্য পাঠানোর কথা বলা হয় তিনি ফৈয়াজ নামের একজন অ-হিন্দু।আর এখানে অমিতের আপত্তি কোন অ-হিন্দুর কাছ থেকে ডেলিভারি নিতে তিনি রাজি নন ।

মঙ্গলবার ডেলিভারি ক্যানসেল করে তিনি ওই ফুড ডেলিভারি অ্যাপের কাছে টাকা রিফান্ড এর দাবি করেন।কিন্তু ফুড ডেলিভারি অ্যাপের এক্সিকিউটিভ জানান তারা টাকা রিফান্ড করবে না।

এরপর অমিত তার নামের টুইটার একাউন্ট থেকে টুইট করেন “এইমাত্র জোম্যাটোর অর্ডার বাতিল করলাম।আমার খাবার নিয়ে আসছেন এক জন অ-হিন্দু রাইডার।ওরা জানাচ্ছে,আমার রাইডার বদল করবেন না আর অর্ডার বাতিল করলেও টাকা ফেরত দেবে না।আমি বলেছি, ওই ডেলিভারি নিতে আমার উপর জোর খাটানো যাবে না।”

তবে পাল্টা প্রত্যুত্তরে জোম্যাটোর এক্সিকিউটিভ যা লিখেছেন তা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন কেড়েছে।বেসরকারি এই খাদ্য সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে লেখা হয় “খাবারের কোনও ধর্ম নেই।খাদ্যই ধর্ম।”

বিষয়টি নিয়ে যখন সরগরম নেটিজেন মহল তখন বুধবার জোম্যাটো প্রতিষ্ঠাতা দীপিন্দ্র গয়াল লেখেন “আমাদের ক্রেতা, ব্যবসায়িক সহযোগী তথা ভারতের বিবিধতায় ভাবাদর্শে আমরা গর্বিত।আমাদের এই মূল্যবোধের অন্তরায় হবে এমন কোনও কিছুর ফলে ব্যবসায়িক ক্ষতি হলেও দুঃখিত নই ।”

ধর্মনিরপেক্ষতার নজির রেখে সৌভ্রাতৃত্বের মেল বন্ধনকে অটুট রেখে এই প্রত্যুত্তরে যথেষ্ট প্রশংসিত এই ফুড ডেলিভারি অ্যাপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here