আট দলীয় ফুটবল প্রতিযোগিতা মহেশতলায়

0
49

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, কি মধু আছে ঐ তোমার নামেতে বাবা ফুটবল’ কণ্ঠ শিল্পী মান্না দের গাওয়া এই গানটি থেকেই সুস্পষ্ট বাঙালি জাতির ফুটবলের প্রতি ভালোবাসার টান চিরকালের।এদিকে ফুটবল প্রতিযোগিতা দেখতে গিয়ে অবাক হয়ে যেতে পারেন।

football competition | newsfront.co
নিজস্ব চিত্র

মাঠে চলছে ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ।মাঠের আশপাশ জুড়ে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। তখন মাঠ কার্যত মেলার রূপ নিয়েছে।

football competition | newsfront.co
নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের উত্তর পারোকাটার মহেশতলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহেশতলা নিউ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবছরের মতো এবছরও ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ওই প্রতিযোগিতাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে একটা আলাদা উৎসাহ থাকে।গ্রামের মানুষ বছরভর ওই ফুটবল প্রতিযোগিতার অপেক্ষায় থাকেন। খেলার মাঠ সংলগ্ন স্থানে রকমারি দোকানপাট বসে।

football competition | newsfront.co
মাঠের চারপাশে দর্শকদের ভিড়।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন

জানা গিয়েছে,অসম-বাংলার আটটি নামকরা ফুটবল দলের খেলা দেখতে এদিন মাঠে ভিড় উপচে পড়ে।কম করে হাজার বিশের বেশি দর্শক মাঠে ভিড় জমিয়ে ছিল।আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বারলা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, ফুটবল খেলার প্রতি এই সাধারণ মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখেই তারা প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।এই খেলাকে ঘিরে গ্রামের ছোট বড়ো সকলেই আনন্দে মেতে উঠেন।চূড়ান্ত পর্যায়ের খেলায় পরস্পর পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে অসমের শ্রীরামপুর ও কোকরাঝাড় ফুটবল।২-১ গোলে শ্রীরামপুরের সোনালিকা স্পোর্টিং ক্লাব জয়ী হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here