হরষিত সিংহ,মালদহঃ
ভারতীয় সীমান্ত বাহিনী ও কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করল বিজেপি। সোমবার বোর্ড গঠনকে কেন্দ্র করে মালদহের হব্বিপুর ব্লকের ঋষিপুর পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির মধ্যে বিবাদ শুরু হয়।অভিযোগ পঞ্চায়েতের ভেতরেই বিজেপির মহিলা সদস্যদের হুমকি দেয় তৃণমূলের কিছু কর্মী। ঘটনায় বিজেপির কর্মী সমর্থকেরা ভাঙচুর শুরু করে।পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে আসে সীমান্ত বাহিনীর জওয়ান ও হব্বিপুর থানার পুলিশ। পুলিশের যৌথ উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়।মালদহের হব্বিপুর পঞ্চায়েতের ঋষিপুর পঞ্চায়েতের মোট দশটি আসন।পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ছয়টি,কংগ্রেস তিনটি ও তৃণমূল কংগ্রেস একটি আসনে জয়ী হয়।বোর্ড গঠন করতে পরে কংগ্রেস তৃণমূল জোট বাধে,কিন্তু কোন বিজেপি সদস্য তাদের সাথ না দেওয়ায় জোট ব্যর্থ হয়।এর জেরে তৃণমূলের বেশ কয়েকজন এদিন বিজেপির সদস্যদের হুমকি দেয় বলে অভিযোগ।অভিযোগ বোর্ড গঠনের আগে কয়েকজন তৃণমূলকর্মী পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে পড়ে। বিজেপির মহিলা সদস্যরা ভেতরে ঢুকলে তাদের হুমকি দিতে থাকে।ঘটনায় বোর্ড গঠনের মিটিং ছেড়ে তারা বেড়িয়ে পড়েন। বাইরে থাকা বিজেপির কর্মীরা বিষয়টি জানতে পারলে পঞ্চায়েত আফিসে ব্যাপক ভাঙচুর চালায়।ছুটে আসে সীমান্ত বাহিনীর জওয়ান।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা কর।পরে হব্বিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিবেশ শান্ত করে। ঘটনায় দুই তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ।পরে কড়া পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠন করে বিজেপি।প্রধান হন মহিলা বিজেপির সদস্যা গৌরি সরকার সিংহ ও উপপ্রধান হন চন্দনা দাস মন্ডল। বোর্ড গঠন করে বিজয় উৎসবে মেতে উঠে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা।
আরও পড়ুন: বিজেপি পেল লটারি, দখল ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584