স্কুলের উন্নতিকল্পে আর্থিক সহযোগিতা করলেন প্রাক্তন শিক্ষক

0
74

শ্যামল রায়,কালনাঃ

The former teacher has helped by financial to development of the school
প্রধান শিক্ষকের হাতে চেক তুলে দিচ্ছেন তপন ঘোষ নিজস্ব চিত্র

শুক্রবার দুপুর বেলা মন্তেশ্বর থানার অন্তর্গত সিজনা উজনা পঞ্চ পাড়া উচ্চ বিদ্যালয়ের উন্নতিতে চেক তুলে দেন প্রধান শিক্ষক বীরবল মন্ডল এর হাতে।চেকটি তুলে দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তপন ঘোষ জানিয়েছেন যে এই বিদ্যালয়টি তার মন্দিরের মতো এবং দ্বিতীয় সন্তান।

তার ছোট বেলা থেকে ইচ্ছে ছিল বিদ্যালয় এর উন্নতিতে তার সমস্ত সহযোগিতা থাকবে এবং আর্থিক সহযোগিতার মধ্যে দিয়ে বিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাবেন তাই অনবরত বিদ্যালয় এর উন্নতিতে আর্থিক সহযোগিতা করছেন তিনি।এছাড়াও বিদ্যালয়ে ইতিমধ্যে তিনি একটি দাতব্য চিকিতসালয় খুলে ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা দের চিকিৎসা করে যাচ্ছেন বিনামূল্যে।

আরও পড়ুনঃ শ্যামচাঁদপুর হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসবে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির

The former teacher has helped by financial to development of the school
চেক নিজস্ব চিত্র

বিদ্যালয়ের নানাবিধ সমস্যার মধ্যে বৈদ্যুতিক সংযোগ নিয়ে সমস্যা ছিল তাই আর্থিক কারণে বৈদ্যুতিক সংযোগ এবং বৈদ্যুতিক উন্নতিকরণ হচ্ছিল না এদিন বিদ্যুৎ সংযোগ সহ বৈদ্যুতিক উন্নতির জন্য ২৫ হাজার টাকার চেক তুলে দেন প্রধান শিক্ষককে।চেক তুলে দিয়ে তপন ঘোষ আরও জানিয়েছেন যে এযাবৎকাল বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রায় ১০লক্ষ টাকার আর্থিক সহযোগিতা করেছেন।

খেলার মাঠ তৈরির জন্য জমি কিনে খেলাধুলার মানোন্নয়নের নজির সৃষ্টি করেছেন তিনি এছাড়াও বিদ্যালয়ের লাইব্রেরী জন্য একাধিক বই কিনতে আর্থিক সহযোগিতা করেছেন। বিদ্যালয় সংলগ্ন রয়েছে প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের উন্নতিকল্পে ও তপনবাবু একাধিক ভাবে আর্থিক সহযোগিতা করে বিদ্যালয় কে ভালো করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

নাচ গান আবৃত্তি জন্য তার নিজস্ব আর্থিক সহযোগিতার মধ্যে দিয়ে দু’জন অস্থায়ী শিক্ষক নিয়োগ করেছেন।আগামী দিন বিদ্যালয়ের সামনে একটি সুন্দর গেট বা তোরন  তৈরি করার ইচ্ছে তাঁর রয়েছে।তাঁর ঘোষণা যদি আগামী মাধ্যমিক পরীক্ষা গুলোতে এক থেকে দশের এর মধ্যে বিদ্যালয়ের কোন ছাত্র-ছাত্রী সফলতা অর্জন করতে পারে তবে তাকে একটি বাইক উপহার দেবেন তিনি।

প্রধান শিক্ষক বীরবল মন্ডল জানিয়েছেন যে, “আমাদের সহযোগে শিক্ষক তপন ঘোষ যেভাবে আমাদের বিদ্যালয় এর জন্য সহযোগিতা করে যাচ্ছেন এটা বিরলতম ঘটনা আগামী দিন তার দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের সাথে থাকলে আমরা ভীষণ সাহস পাব এবং বিদ্যালয়ের উন্নতিতে তার সমস্ত রকম সহযোগিতা পেয়ে যাচ্ছি তাই প্রশংসার কোন ভাষা নেই। তপনবাবু একদিকে পঞ্চায়েত সদস্য অন্যদিকে পেশাগতভাবে একজন চিকিৎসক তাই একাধিক গুণের অধিকারী তপন ঘোষ এলাকার মানুষের কাছে চোখের মনি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here