মনিরুল হক,কোচবিহারঃ

ফণীর তান্ডব কোচবিহারেও। শুক্রবার ওই ঝড়ে ক্ষতিগ্রস্ত হল মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সংলগ্ন এলাকায়। ওই তাণ্ডবে প্রায় চল্লিশটি বাড়ি ঘর ভাঙচুর হয় বলে জানা গেছে।

জানা গেছে,শুক্রবার সকাল থেকে গোট কোচবিহার জুড়ে একটা ফণী ঝড়ের আতঙ্ক ছিল।কিন্তু সেই ফণীর তাণ্ডব যে এভাবে কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া মেখলিগঞ্জ ব্লকের কুচিলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তাণ্ডব চালাবে তা কেউ সহজে ভাবতে পারে নি।
সত্যি সেই ফণী আতঙ্ক কার্যকারী হল কোচবিহারে।ওই ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যান কোচবিহার জেলা পরিষদের স্থানীয় সদস্যা ফুলতি রায়। তিনি সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সাথে দেখা করেন।
আরও পড়ুনঃ ঝড়ে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে অগ্নিকান্ডে ভস্মীভূত বাসগৃহ


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে এলাকায় কোন বিদ্যুৎ সংযোগ ছিল না।তারপর থেকে আকাশ একটু মেঘলা ছিল।তারপর মেখলিগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী ১০৮,১১২ কুচলিবাড়ি এলাকায় প্রায় চল্লিশটি বাড়ি ফণী নামক দানবের তাণ্ডবে উড়ে যায়।
এলাকার মানুষ খুব আতঙ্কে রয়েছে।আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে আজ বিকেলের মধ্যে ফণী নামক ঝড়টি কোচবিহারের আসতে পারে। কিন্তু সময়ের আগে এসে এভাবে তান্ডব চালাবে তা স্বপ্নেও ভাবতে পারি নি।খবর পেয়ে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন কোচবিহার জেলা পরিষদের স্থানীয় সদস্যা ফুলতি রায়।
এদিন সেখানে উপস্থিত হয়ে কোচবিহার জেলা পরিষদের স্থানীয় সদস্যা ফুলতি রায় বলেন, “এই এলাকায় হঠাৎ করে ফণীর তান্ডব হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ।
এদিনের ঝড়ে ক্ষতি হয়েছে প্রায় চল্লিশটি পরিবারের। ক্ষতিগ্রস্থ পরিবার গুলির সঙ্গে কথা বলে খোঁজখবর নিলাম। ক্ষতিগ্রস্তদের জন্য আপদকালীন সাহায্য করা যায় কি না সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584