তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এসে স্টেডিয়ামের শিল্যান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।তিনি বলেন বর্তমান সময়ে বিশেষ ভাবে দরকার শরীর চর্চার।আর নিয়মিত শরীর চর্চাই পারে সুস্থ্য ভাবে একজন মানুষকে ঠিক রাখতে।এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ রাজ্যের সর্বত্র উন্নয়ন মূলক কাজ শুরু হয়েছে।তার সাথে পিছিয়ে নেই উত্তর দিনাজপুর জেলাও।
এদিন বর্ডার এরিয়া ডেভোলেভম্যান্ট ফান্ড থেকে ৫ কোটি টাকা ব্যয়ে ১২ বিঘা জমির উপর কালিয়াগঞ্জের রশিদপুরে স্টেডিয়ামের শিল্যান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী,বিধায়ক অমল আচার্য্য,জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,পুলিশ সুপার সুমিত কুমার, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরোপতি কাতিকচন্দ্র পাল, এছাড়া জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন,সহ প্রমুখ।
আরও পড়ুন: জমি ভাড়া করে স্টেডিয়াম বানিয়ে চলছে নকআউট ক্রিকেট ম্যাচ
এদিন স্টেডিয়ামের শিল্যান্যাস করার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন , আগামী দিনে আরো উন্নয়ন মূলক কাজ করা হবে।মন্ত্রী রবীন্দ্রঘোষ আরও জানান ইতিমধ্যে বহু উন্নয়নমূলক কাজ শুরু হয়ে গেছে।জেলায় এখনও বহু জায়গায় ব্রীজ না থাকায় সাধারন মানুষের যাতায়াতের খুব সমস্যা হয় ।তাই খুব শীঘ্রই বহু জায়গায় ব্রীজ নির্মাণ করা হচ্ছে।উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এর দারিভিটা স্কুল লাগোয়া ঝুলন্ত নদীর উপর একটা ব্রীজ তৈরির দাবি ছিল এলাকাবাসীদের।
তাদের দাবি মেনে ইসলামপুরের দারিভিটায় ব্রিজ নির্মাণের কাজ শুরু হযে গেছে।ব্রিজ এর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বহু জায়গায় রাস্তা নির্মাণের কাজ চলছে।মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন কালিয়াগঞ্জের একটি উন্নত মানের অডিটোরিয়াম নির্মাণ করে দেওয়া হবে।আমার কাছে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পাল দাবি করেছেন।পুরাতন একটি অর্ধনির্মিত ভবন অবৈজ্ঞানিক ভাবে দীর্ঘ দিন ধরে করে রেখেছিল পূর্বতন পৌর বোর্ড।যা পুরোটাই ভাঙতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584