ওয়াটার পিউরিফায়ার সার্ভিসিং এর নামে চেক জালিয়াতির অভিযোগ

0
62

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

the fraud of water purifier service
অভিযোগকারী মহিলা। নিজস্ব চিত্র

একটি ওয়াটার পিউরিফায়ার (অ্যাকোয়াগার্ড) সংস্থার সার্ভিস রিনিউ এর নামে প্রতারণার অভিযোগ উঠলো।একশো টাকার চেক নিয়ে গিয়ে ২১ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ সংস্থার এক কর্মীর বিরুদ্ধে।প্রতারিত এক মহিলা এদিন এই অভিযোগ করেন ,তিনি পেশায় একজন নার্স ৷তার নাম লিলি দাস।ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বৈকুণ্ঠপুর এলাকায়।

the fraud of water purifier service
নিজস্ব চিত্র
the fraud of water purifier service
চেক বই এর রেকর্ড স্লিপ। নিজস্ব চিত্র

অভিযোগ ওয়াটার পিউরিফায়ার সার্ভিস করিয়ে দেওয়ার নাম করে বারবার ফোন করা হত।বলা হয় মাত্র একশো টাকা দিলে এক বছরের জন্য ফ্রি সার্ভিসের অফার রয়েছে এবং বলা হয় এই টাকা চেকেই দিতে হবে।একশো টাকার চেক জালিয়াতি করে একুশ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ।

আরও পড়ুনঃ অলোক বর্মার বিরুদ্ধে জালিয়াতির চার্জশিট

the fraud of water purifier service
অভিযোগ পত্রের রিসিপ স্লিপ।নিজস্ব চিত্র

শক্তিপদ পাল নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি এই কাজ করেছেন বলে অভিযোগ।চেক নিয়ে যাওয়ার এক সপ্তাহ পরে ব্যাঙ্কের বই আপডেট করার কথা বলে যান৷ সেইমত কয়েকদিন পর ব্যাঙ্কের বই আপডেট করতে গিয়ে দেখেন যে একশো টাকার পরিবর্তে উঠে গিয়েছে একুশ হাজার টাকা।ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here