প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
হায়দ্রাবাদে আটকে থাকা শ্রমিকদের কাছে ব্যাঙ্ক মারফৎ টাকা পাঠালেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক পাল ৷ কালিয়াগঞ্জের ১৭নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষ কর্মসূত্রে হায়দ্রাবাদ শহরে রয়েছেন ৷ করোনা ভাইরাসের জেরে সারা দেশে লকডাউন থাকায় বাড়ি ফিরতে পারেননি তাঁরা৷ এদিকে, কাজও বন্ধ৷ ঘর থেকেও বের হতে পাচ্ছেন না৷ তাঁদের কাছে টাকাপয়সা নেই৷

আরও পড়ুনঃ বালুরঘাটের ফাঁকা রাস্তাতেই পথ সারমেয়দের খাবার বিলি
খুব সমস্যায় রয়েছেন বলে সেখান থেকে জানিয়েছেন তাঁরা ৷ এই খবর পৌঁছায় কার্তিক পালের কাছে৷ সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি ৷ তাঁদের কাছে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেন৷ এই টাকা দিয়ে যাতে তাঁরা খাওয়াদাওয়া করতে পারেন, সেই কথাও বলেন কার্তিকবাবু৷ কার্তিক বাবু বলেন, “কালিয়াগঞ্জের ১৭ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা হায়দ্রাবাদে আটকে আছে৷ তাদের কোনও খাবারের ব্যবস্থা নেই। একথা শোনা মাত্রই আমি তাদের ব্যাঙ্ক মারফত পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি ৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584