অথৈজলে গবেষকদের ভবিষ্যৎ,মিলছে উপাচার্যের আশ্বাস

0
62

সুদীপ পাল,বর্ধমানঃ

The future of researchers in Dietyzale
ফাইল চিত্র

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং কলা বিভাগের দীর্ঘদিন ধরে নেই ডিন। একদিন দু’দিন নয় দীর্ঘ দু’বছর ধরে ডিন নেই বিজ্ঞান বিভাগে অন্যদিকে কলা বিভাগে ডিন নেই বেশ কয়েক মাস ধরে।এতে গবেষণা সংক্রান্ত সমস্ত কাজ আটকে থাকার সাথে গবেষণা ভাতাও মিলছে না।

The future of researchers in Dietyzale
ফাইল চিত্র

প্রায় ৬০ জন রিসার্চ স্কলার ডিন নিয়োগ করে নিয়মিত গবেষণা সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য দাবি নিয়ে উপাচার্যের সাথে দেখা করেন।তাঁদের অভিযোগ,ডিন না থাকায় দীর্ঘ দিন ধরে বিশ্ববিদ্যালয়েই পড়ে রয়েছে গবেষণাপত্র।

আরও পড়ুনঃ গৃহীত হয়নি পদত্যাগপত্র, দায়িত্ব বৃদ্ধি সহকারী উপাচার্যের

আবু তাহের বলেন,বিষয়টি নিয়ে উপাচার্যের কাছে এর আগেও যাওয়া হয়েছিল।তিনি আশ্বাস দিয়েছিলেন,কিন্তু সমস্যার কোনো সুরাহা হয়নি।এদিকে গবেষণা কাজ আটকে গিয়ে সবাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

ডিন না থাকায় নতুন গবেষকদের ক্ষেত্র সমস্যা হচ্ছে, তার কারণ নতুন গবেষকদের রেজিস্ট্রেশন আটকে রয়েছে।তবে সমস্যা আরও গভীর। ডিন নেই তাই ‘বোর্ড অফ রিসার্চ স্টাডিজে’র (বিআরএস) বৈঠক আটকে আছে। ফলত গবেষকদের ডিগ্রি ছাড়াই বসে থাকতে হচ্ছে।

রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন আশ্বাস দেন,বিজ্ঞান বিভাগে ডিন নিয়োগ দ্রুত হবে।কলা বিভাগেও ডিন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।গবেষকরা যদিও বলেছেন,এখন দেখার এই আশ্বাসটুকুই সার নাকি সত্যিই নিয়োগ হবে!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here