নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
ফারাক্কা বেনিয়াগ্রামের অন্তর্গত রঘুনাথপুর এলাকায় কয়েক হাজার মানুষ আবারও দিশেহারা। কারণ আবারও ভয়াবহ গঙ্গার ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রামের রঘুনাথপুরে। প্রায় ১০ দিন ধরে চলছে এই গঙ্গার ভাঙন, কিন্তু গতকাল রাত থেকে সেটা অন্য রূপ ধারণ করেছে।
প্রায় ৩০ বছর আগে গঙ্গা বাঁধানো হয়েছিল ফারাক্কা ব্যারেজের তত্ত্বাবধানে। গঙ্গার পাড় ছেড়ে একাধিক মানুষ বাইরের গ্রাম থেকে এসে এই গ্রামে বসবাস শুরু করে ৷ হোসেনপুর, কুলদিয়ার, নয়নসুখ, ব্রাহ্মণ গ্রামের বাসিন্দারা একসাথে বসবাস করছে দীর্ঘদিন ধরে।
আরও পড়ুনঃ লালবাগে নৌকা থেকে গাড়ি মাঝ গঙ্গায় পড়ে যাওয়ায় চাঞ্চল্য
এখানে বেশিরভাগ মানুষ জেলে সম্প্রদায় জলেই এদের জীবিকা, কিন্তু সেই জলই কেড়ে নিচ্ছে তাদের বাস্তুভিটে বদলে দিচ্ছে তাদের জীবন প্রবাহ, তাই থমকে গেছে গতিশীল জীবন।
আরও পড়ুনঃ ছোট আঙারিয়ার ঘটনায় নিহত জয়ন্ত পাত্রের পরিবারকে আর্থিক সাহায্য বিজেপির
নেতা-মন্ত্রীদের জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত ন্যূনতম সাহায্যের আশ্বাস টুকু মেলেনি স্থানীয় বাসিন্দাদের, স্বভাবতই ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হিসেবে ভাঙন বিধ্বস্ত এলাকা পুনঃনির্মাণ করার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584