শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপ পৌরসভার একটি গুরুত্বপূর্ণ এলাকা তেঘরী পাড়া বাজার।এই তেঘরী পাড়া বাজারেই রয়েছে নোংরা আবর্জনা ফেলার একটি বড় ডাস্টবিন।প্রতিদিন তেঘরী পাড়া বাজারে বিভিন্ন অঞ্চল থেকে হাজারে-হাজারে ক্রেতা-বিক্রেতা এখানে আসেন।
প্রতিদিন এই নোংরা আবর্জনা গোটা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকে।গরু মোষ এসে ওই নোংরা আবর্জনাকে আরও লন্ডভন্ড করে দেয়।ফলে বাজার করতে আসা ক্রেতারা চরম দূষণের শিকার হন।নাকে হাত দিয়েই চলাফেরা করেন যাত্রী সাধারণ।
বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ পৌরসভার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হলো দক্ষিণ অঞ্চল ২৪ নম্বর এবং ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত এই বাজারটি,এর গুরুত্ব অপরিসীম।
আরও পড়ুনঃ মাঠের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ স্থানীয়রা
প্রতিদিন নোংরা আবর্জনা পরিষ্কার না হয় চরম সমস্যার মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।তাই এলাকাবাসীর দাবি পৌরসভার দৃষ্টি আকর্ষণের মধ্যে দিয়ে এই নোংরা আবর্জনা পরিষ্কার করা হোক।
একটি বড় বাজারের মধ্যে এই ধরনের নোংরা আবর্জনা ফেলার স্তুপ কে কেন্দ্র করে অভিযোগের পর অভিযোগ উঠতে শুরু করেছেন,ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
যদিও বাজার কমিটির সম্পাদক লালমোহন মোদক জানিয়েছেন যে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সত্যি এই সমস্ত নোংরা আবর্জনা দূষণ ছড়ায়।
এছাড়া আরো অভিযোগ সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার চলাকালীন রাস্তা দিয়ে বড় বড় যানবাহন চলাচল করায় আরও সমস্যায় পড়েন ক্রেতা-বিক্রেতারা তাই নো এন্ট্রি চালু করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই পথেই রয়েছে একাধিক বালক-বালিকাদের বিদ্যালয় রয়েছে পোস্ট অফিস সহ এটিএম এর অফিস।তাই সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহন বিষয়ে কড়া নজরদারি রাখার আবেদন প্রশাসনের কাছে রাখে দেখেছেন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584