সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে যানজটের সমস্যা নিত্যদিনের। এমন অনেক বার হয়েছে যে যানজটের জেরে হাসপাতালে ঢুকতে পারছে না এম্বুলেন্স। বর্ধমানের বাসিন্দাদের একাংশের দাবি, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তাকে যানজটমুক্ত রাখতে বছরখানেক আগে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। তার মধ্যে ছিল সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত যানবহন চলাচলে রাস্তাকে একমুখী করা করে রাখা। তৈরি হয়েছিল ট্রাফিক গার্ড ওয়াল, নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যে হাসপাতাল গেটের পঞ্চাশ মিটারের মধ্যে টোটোসহ অন্য যানবাহন দাঁড়ানো নিষেধ।
কিন্তু অভিযোগ উঠছে এই নিয়মগুলো আর মানা হচ্ছে না। ফলে আগে যে ধরনের যানজট হতো সেই যানজটের ছবি ফিরে আসছে। শহরের বাসিন্দাদের বক্তব্য, রাজ কলেজের দিক থেকে হাসপাতাল আসার তিন মাথা মোড় এবং খোসবাগানের দিকে ট্রাফিক গার্ড ওয়াল দুটি এখন আর দেখা যাচ্ছে না। সমস্যা হচ্ছে খোসবাগান থেকে হাসপাতালের দিকে আসা এম্বুলেন্সগুলির ক্ষেত্রে। তার প্রধান কারণ রাস্তার অন্য অংশে দাঁড়িয়ে থাকছে টোটো। ফলে রাস্তা হয়ে উঠছে সংকীর্ণ। শুধু তাই নয়, হাসপাতালের জরুরি বিভাগের গেটে ঢোকার মুখে অনেক সময় যাত্রীর অপেক্ষায় টোটো দাঁড়িয়ে থাকছে। ফলে এম্বুলেন্সে করে রোগী নিয়ে ঢুকতে সমস্যা হচ্ছে। বর্ধমানের বাসিন্দা সহ রোগীর পরিজনরা বলছেন, হাসপাতালে ঢোকার রাস্তাটি সবসময় যানজট মুক্ত হওয়া উচিত কিন্তু অনেক সময়ই তা থাকছে না। ফলে দূর্ভোগে পড়তে হচ্ছে রোগীসহ পরিজনদের। তবে
ট্রাফিক পুলিশের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পাওয়া গেছে।
আরও পড়ুন: আট দপ্তরকে এক ছাদের তলায় আনার দাবি মিঃ গান্ধীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584