নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলায় সপ্তদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর সদর মহকুমা শাখার উদ্যোগে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার।এদিন বিকেলে সমিতির জেলা দপ্তর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিপত্তারণ ঘোষ, মহকুমা সম্পাদক জগন্নাথ খান,জেলা সহ-সভাপতি সুবীর সিনহা প্রমুখ শিক্ষক নেতৃত্ব।


আরও পড়ুনঃ এবিটিএ ও এবিপিটিএ জেলা কমিটির যৌথ উদ্যোগে সাধারণ সভায় আয়োজন

সভা শুরুর আগে শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলায় নিহত সাধারণ মানুষের স্মৃতিতে নীরবতা পালন করা হয়। বক্তাগণ তাঁদের বক্তব্যে বর্তমান সময়ের নিরিখে শিক্ষক-শিক্ষিকাদের আশু কর্তব্য সম্পর্কে অবহিত করেন।
পাশাপাশি লোকসভা ভোটে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহাকুমা শাখার সভানেত্রী সবিতা মান্না।সভায় মহকুমার বিভিন্ন এলাকার দেড় শতাধিক শিক্ষক, শিক্ষিকা,শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584