বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
সোমবার সকালে শিলিগুড়ির কামারাঙাগুড়ির কাছে মহানন্দা নদীতে তলিয়ে যায় এক নাবালিকা।এরপরেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলেও ঐ কিশোরীর দেহ উদ্ধার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।শিলিগুড়ি সংলগ্ন উত্তরকন্যার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী।পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ মহানন্দা নদীতে তলিয়ে গেল কিশোরী
অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ।ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ নেয় এলাকাবাসী।অবশেষে কিশোরীর দেহ খোঁজার জন্য নামানো হয় এনডিআরএফ। অপরদিকে পরিবার ও স্থানীয়দের অভিযোগ ঘটনার কয়েক ঘণ্টা পরে উদ্ধারকারীর দল ঘটনাস্থলে পৌছালেও উদ্ধার করা সম্ভব হয়নি,এর জন্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেন স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584