ডাম্পারের ধাক্কায় নাবালকের মৃত্যু

0
42

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সোমবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার টেংরাখালী মেচেদা রাজ্য সড়কে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো সাত বছরে এক নার্সারি ছাত্রের।

ছবিঃ প্রতীকী

ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানা এলাকার ঠেকুয়া অলাবিবি বাস স্ট্যান্ডে।স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।মৃত শিশুর নাম বাসুদেব মন্ডল (৭)।

নন্দকুমার থানা এলাকায় কুমারচক গ্রাম পঞ্চায়েতের ঠেকুয়াচক গ্রামের বাসিন্দা।কাঠপুল জুনিয়ার পাবলিক স্কুলের নার্সারি দ্বিতীয় শ্রেণীর ছাত্র।এলাকাবাসীরা বলেন, রাস্তার ধারে খেলছিল ওই ছোট্ট বালক।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে পৃথক দুই পথ দূর্ঘটনায় মৃত ২

দুপুরবেলা রাস্তাঘাট একেবারেই ফাঁকা সেই সময় ড্রাম্পার বালি আনলোড করে ঠেকুয়া থেকে মেছেদা যাওয়ার পথে অলাবিবি বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বালকটিকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে।এলাকাবাসীরা ঘাতক গাড়িটিকে ঘিরে ফেলে তবে ঘাতক চালক ও খালাসি পালিয়ে যায়।

মা মিতালী দেবী বলেন, “আমার সব শেষ হয়ে গেল একমাত্র সন্তান আমায় ছেড়ে চলে গেল যাবার আগে আমাকে শুধু বলে গেল মা আমি খেলতে যাচ্ছি তুমি রান্না করো আমার রান্না শেষ হতে না হতেই খবর পেলাম এই দুঃসংবাদ।ছুটে গিয়ে দেখি সব শেষ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here