সুদীপ পাল,বর্ধমানঃ
আসানসোল পৌরসভা কর্তৃপক্ষ এলাকার রথযাত্রার কমিটিকে আর্থিক অনুদান দিলেন। কমিটির সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। তৃণমূল পরিচালিত পুরসভার এই অনুদান নিয়ে জেলা বিজেপির দাবি, ভোটের রাজনীতি করতে শুরু করতে শুরু করেছে পুর কর্তৃপক্ষ।
আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তিনি পাল্টা দাবি করছেন, অনুদান নতুন নয়। গত তিন বছর ধরে দেওয়া হচ্ছে। এলাকার বাইশটি রথযাত্রা কমিটিকে পঁচিশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
কমিটির সদস্যরা বলছেন, সাত দিনের এই উৎসবে লক্ষাধিক টাকা খরচ হয়। আর্থিক অনুদান পেলে কিছুটা সুবিধা হয়।
আরও পড়ুনঃ ক্ষেত-নদী উৎসবে ২৫২ ক্লাবকে আর্থিক অনুদান
বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ করে বলছেন, পুর কর্তৃপক্ষ ভোটের রাজনীতি শুরু করেছেন। টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন তাঁরা।
যদিও জিতেন্দ্রবাবু বলছেন, বিভেদের রাজনীতি বিজেপি করে। তাই সঙ্ঘবদ্ধ উৎসব তাঁরা দেখতে পান না। রাজনৈতিক এই তরজায় অবশ্য মন নেই কমিটিগুলির। আর্থিক অনুদান পাওয়া কিছুটা সুরাহা তো বটেই এমনটাই মত তাঁদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584