দগ্ধ দিনে ঠান্ডা যন্ত্র,ব্যবহার বিধি জানা আছে তো?

0
149

পল্লব দাস, টেক ডেস্কঃ

গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রাণ যখন ওষ্ঠাগত তখন শীতল হাওয়া স্বপ্নের মত লাগে।মাঝে মাঝে প্রকৃতির হাওয়াও যেন নিশ্চুপ হয়ে যায় তাই খোলা প্রান্তরে বা বাড়ির ছাদে গিয়ে বিষণ্ন মুখে ঘাম মোছা ছাড়া কোনো উপায় থাকে না।এসবের মধ্যে একটি যন্ত্র যার নাম প্রায় উচ্চারিত হয় তা হলো এয়ার-কন্ডিশনার।

আজ থেকে দশ বছর আগে এয়ার কন্ডিশনার মানে ছিল স্বাচ্ছন্দ্যের একটি দ্রব্য মাত্র,কিন্তু বর্তমানে আর তা বলা চলে না।এয়ার কন্ডিশনার এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে বিশেষত শহরাঞ্চলে বসবাসের জন্য।নগরায়নের কারনে বাড়ছে কংক্রিটের জঙ্গল, কলকারখানা অফিসের সংখ্যা বাড়ছে,সাথে জনসংখ্যাও বেড়ে চলেছে,এই অবস্থায় গরমের দাবদাহ যে অধিক পরিমাণে অনুভূত হয় শহরাঞ্চলে তা বলার অপেক্ষা রাখে না।প্র

তিবছর বাড়ছে তাপ তাই কিছুটা প্রয়োজনের জন্যই পকেট হালকা করে এসি-র দিকেই ঝুঁকছে মানুষ।যদিও এয়ার কন্ডিশনার যন্ত্রটি ব্যবহারে সঠিক নিয়ম জানা আছে কিনা সে বিষয়ে প্রশ্ন এসেই যায়।এই যন্ত্রের ব্যবহার যে শরীরের জন্য খুব একটা ভালো নয় সেটা হয়ত অনেকেই জানেন,তবে কি করে সেই প্রতিক্রিয়া কম করা যায় এবং তার সাথে আপনার পকেটের বাজেটও যেন ঠিক থাকে সে বিষয়ে আজকের আলোচনা।

এয়ার কন্ডিশনারের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা শরীরের ক্ষতি করে।হাইপথারমিয়া,আর্থ্রাইটিস,মাথা যন্ত্রনা ইত্যাদি বিভিন্ন রোগ হতে পারে এর ব্যবহারে।তবে এর অন্যতম কারণ যন্ত্রটিকে চালিত করার কিছু ভুল পদ্ধতি।বাইরে প্রখর রোদ উত্তাপ যেন চল্লিশ ডিগ্রী সেলসিয়াস পেরিয়েছে।বাড়ি ফিরেই আগে এ.সি চালিয়ে দিলেন ১৬℃ করে।একটু পর স্বস্তি কিন্তু তার কিছুক্ষন পর বেরিয়ে অন্য ঘরে গেলেন বা হয়ত বাইরে বেরোলেন সেই তাপমাত্রা আবার হয়ত ৩৮-৪০℃ আছেই।

মানে নিজের ঘরে একটি আলাদা পরিবেশ তৈরি করে রেখেছেন আর বাইরে আলাদা।মরুভূমি উত্তপ্ত একটা পরিবেশ আর আর ঘরে সাইবেরিয়া।কিন্তু মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা সহ্যের ক্ষমতা ২২-৩৭℃।ঘরের ভেতর ১৬℃ এ চিল করানোর সময় কম্প্রেসরকে যথেষ্ঠ ব্যবহার করা হয়।তার সাথে বার বার অতি গরম আর অতি ঠান্ডা শরীর সামঞ্জস্য আনতে পারে না ফলে শুরু হয় অস্বস্তি এবং রোগের সূত্রপাত এখান থেকেই। মাসের শেষে মোটা টাকা গুনতে হয় ইলেকট্রিক বিল মেটানোর জন্য।

তবে এর থেকে নিস্কৃতির উপায় আছে।যার দ্বারা বিদ্যুৎও বাঁচবে টাকাও সাশ্রয় হবে তার সাথে এয়ার কন্ডিশন যন্ত্রটিও ভালো থাকবে দীর্ঘদিন।এয়ার কন্ডিশনার যন্ত্রটি রাখুন ২৫℃ এ ,হ্যাঁ একটু সময় লাগবে ঠান্ডা হতে তারপর গোটা ঘরের তাপমাত্রা যখন ২৫ ℃ এ চলে আসবে কম্প্রেসার বন্ধ হয়ে যাবে।

এরপর ফ্যানটা চালিয়ে নিন।দীর্ঘক্ষণ ঘর তা স্বাভাবিক তাপমাত্রায় থাকবে এর ফলে এসি যন্ত্রটি বা আপনার শরীর কোনোটিই খুব ক্ষতির হাত থেকে বাঁচবে আর মাসের শেষের বিদ্যুৎ বিল যথেষ্ঠই কম আসবে।তাই ব্যবহার করুন প্রয়োজন মতো তাতে বিদ্যুৎ ও কম পুড়বে সাথে স্বাস্থ্য ও এয়ার কন্ডিশনার যন্ত্রটিও দীর্ঘায়ু পাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here