শ্যামল রায়,কালনাঃ
বুধবার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক মৎস্য দফতরের ব্যবস্থাপনায় মশার লার্ভা খাদক গাপ্পি মাছের চারা ছাড়া হল পুকুরে ও ড্রেনে।শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মধ্য শ্রীরামপুরে একটি পুকুরে গাপ্পি মাছের চারা ছাড়া হয়।
গাপ্পি মাছের চারা সঞ্চার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ মৎস্য দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা জানিয়েছেন যে মশার লার্ভা খাদক ২৭ হাজার গাপ্পি মাছের ছাড়া হয় এদিন।
আরও পড়ুনঃ পুরসভাকে মশামুক্ত করতে গপ্পি মাছের চাষ ডায়মন্ড হারবারে
নিতিশ বাবু আরো জানিয়েছেন যে গাপ্পি মাছের চারা সঞ্চার কর্মসূচি ব্লক জুড়ে চলছে।বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীন পুকুর ও ড্রেনে এই গাপ্পি মাছের চারা ছাড়া হচ্ছে।
এর ফলে ডেঙ্গু রোগের জীবাণু প্রভাব বিস্তার লাভ করতে পারবে না।ডেঙ্গু রোগের বিস্তার ঘটায় যে মশা সেই মশার লার্ভা খেয়ে নেয় গাপ্পি মাছ। এর ফলে মশার লাভা ছড়াবে না ডেঙ্গু প্রতিরোধ হবে।পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছের ভূমিকা যথেষ্ট রয়েছে তাই ব্লক এর বিভিন্ন পঞ্চায়েত এলাকায় পুকুরে বা ড্রেনে গাপ্পি মাছের চারা ছাড়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584