খালিদ মুজতবা,মুর্শিদাবাদঃ
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দৌলতাবাদ থানার কলাডাঙ্গা ঘোষপাড়া এলাকায়।মৃত ব্যক্তির নাম শঙ্কর দাস (২৪)।
আজ সকালে দৌলতাবাদ থানা অন্তর্গত কলাডাঙ্গা পেট্রোল পাম্পের সামনের এক আম বাগানে এক ঝুলন্ত ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।খবর দেওয়া হয় ওই ব্যক্তির পরিবার ও দৌলতাবাদ থানায়।ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।এটা খুন না আত্মহত্যা ধন্দে পরিবারের লোকজন ও পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বেশ কয়েকদিন দিন যাবৎ স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির ঝামেলা চলছিল।যার ফলে ওই ব্যক্তির স্ত্রী নিজের বাবার বাড়ি চলে যায়।
আরও পড়ুনঃ কুলিক নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
গতকাল সন্ধ্যায় ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে আসে এবং আজ সকালে কলাডাঙ্গার পেট্রোল পাম্পের সামনের আম বাগানে একটি আম গাছ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়।এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584