শ্যামল রায়,কাটোয়াঃ
শনিবার সকালে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল কাটোয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত কিশোরের নাম সুরোজ সেখ(১৭)।কাটোয়া থানার ওকড়শা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত দেহটি একটি আম বাগানের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় কাটোয়া মহকুমা হাসপাতালে।
আরও পড়ুনঃ শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার
জানা গিয়েছে যে,শুক্রবার রাত দশটা থেকে বাড়ি থেকে বের হয়ে যায় সুরজ।সে রাত্রি আর বাড়ীতে ফিরে আসেনি। সকালবেলা গ্রামের আম বাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকার বাসিন্দারা।পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় অন্যান্য সূত্রে জানা যায়,মৃতদেহের শরীরে একাধিক ক্ষতচিহ্ন দেখা মিলেছে।এলাকায় গুঞ্জন ও অভিযোগ যে শত্রুতাবশত ওই কিশোরকে কেউ মারধর করে মেরে গাছে ঝুলিয়ে রেখে পালিয়েছে দুষ্কৃতীরা।তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না।
ভোটের মুখে এই ধরনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।যদিও পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584