শিলিগুড়ি আদালতে বিরলতম ফাঁসির সাজা ঘোষণা

0
89

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

 hanging punishment | newsfront.co
সাজাপ্রাপ্ত এক আসামি।নিজস্ব চিত্র

শিলিগুড়ির ইতিহাসে এই প্রথমবার শিলিগুড়ি কোর্টে ফাঁসির সাজায় দণ্ডিত করা হল তিনজন আসামিকে।

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মাটিগাড়া থানার অন্তর্গত শিবমন্দির এলাকার বাসিন্দা প্রদীপ বর্ধন,স্ত্রী দীপ্তি বর্ধন ও ছেলে প্রসেনজিৎ বর্ধনকে খুন করে তিনজন।ধৃতদের নাম সহদেব বর্মন,দিপু সূত্রধর,চিরঞ্জিত মন্ডল।

 hanging punishment | newsfront.co
সাজাপ্রাপ্ত দুই আসামী।নিজস্ব চিত্র
 hanging punishment | newsfront.co
অভিযুক্ত পক্ষের আইনজীবী।নিজস্ব চিত্র
 hanging punishment | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে,তিনজনেই প্রদীপ বর্ধনের বাড়িতে কাঠের কাজ করতে গিয়েছিল।সেখানে গিয়েই তাদের চোখ পড়ে প্রদীপ বর্ধনের টাকা-পয়সা ও গয়নাগাটির উপর এবং ঠিক তার পরের দিন ভোর রাতেই পরিবারের তিন সদস্যকে খুন করে তারা।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অপরাধে সাজা ঘোষণা করল আদালত

 hanging punishment | newsfront.co
রেশমি সেন,আক্রান্ত পরিবারের সদস্য।নিজস্ব চিত্র
 hanging punishment | newsfront.co
সরকারি পক্ষের আইনজীবী।নিজস্ব চিত্র

এরপরই সমস্ত টাকা-পয়সা গয়নাগাটি নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।১৫ সেপ্টেম্বর মাটিগাড়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে।তদন্ত শুরু করা ঠিক দুদিনের মাথায় পুলিশ গ্রেফতার করে সহদেব বর্মনকে।

এরপর সহদেব বর্মনের কাছে থেকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় দিপু সূত্রধর ও চিরঞ্জিত মন্ডল কে।প্রায় চার বছর ধরে মামলা চলার পর আজ বিচারক দেব প্রসাদ নাথ তাদের তিনজনকেই ফাঁসির সাজা শোনান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here