নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
আবারও পিছিয়ে গেল আদালতের শুনানির তারিখ। নির্ভয়া কাণ্ডের শুনানি স্থগিত রেখে পরবর্তী শুনানি ১৮ ডিসেম্বর হওয়ার নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস আদালত।
ওই দিন চার সাজাপ্রাপ্তকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সতীশকুমার অরোরা। নির্ভয়ার বাবা-মা দোষীদের দ্রুত মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন। তার ভিত্তিতে শুক্রবার শুনানি হয় পাতিয়ালা হাউস আদালতে।
একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকেজানা যায়, শুনানি শেষে নির্ভয়ার মা আশাদেবী বলেন, “গত ৭ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি। আরও এক সপ্তাহ অপেক্ষা করতে পারব। আশা করছি ১৮ ডিসেম্বর দোষীদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হবে।”
আরও পড়ুনঃ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের বিপন্নতা প্রকাশিত
নির্ভয়া মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের সম্মুখীন হয়েছিল আসামী অক্ষয় ঠাকুর। আগামী ১৭ ডিসেম্বর এ বিষয়ে শুনানি হবে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের রায় নিয়েই এখন জোর জল্পনা চলছে।
তবে এ দিন মামলা স্থগিত হলেও আশাদেবীর আশা, শীর্ষ আদালত অক্ষয় ঠাকুরের আর্জি খারিজ করবে। পাশাপাশি এটাও জানিয়েছেন, দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে যেখানে যেখানে যাওয়ার দরকার পড়বে তাঁরা সেখানেই যাবেন।
এ দিন আদালতে এক অভিযুক্তের আইনজীবী পাল্টা একটি হলফনামা দেন। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য তিন অভিযুক্ত পবন গুপ্ত, বিনয় শর্মা এবং মুকেশ সিংহ আগেই আবেদন জানিয়েছিলেন। রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে দু’দিন আগেই সুপ্রিম কোর্টে গিয়েছেন আরও এক অভিযুক্ত অক্ষয় ঠাকুর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584