নিজস্ব সংবাদদাতা, নিউ দিল্লিঃ
শেষ হল মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলার শুনানি জাস্টিস অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে।
আজ দীর্ঘ শুনানির পর অন্তর্বর্তীকালীন কোনো আদেশ দেননি বিচারপতিগন। আজ মামলা জাজমেন্টের জন্য ফ্রিজ করে দেওয়া হয়েছে।সাধারণত, মামলা রিজার্ভ হলে বিচারকগণ সময় নিয়ে মামলার রায়দান করেন। তবে কোর্ট সুত্রে আভাস পাওয়া গেছে যে শীতকালীন ছুটির পর রায় ঘোষণা হতে পারে। আজ সুপ্রীম কোর্টে কমিশন সংক্রান্ত মামলায় উপস্থিত আইনজীবীগণ তাদের সমস্ত দাবিদাওয়া যুক্তিসহ তুলে ধরেন। শোনার পর দুই বিচারপতি জাস্টিস অরুণ মিশ্র ও জাস্টিস উদয় উমেশ ললিত মামলাটিকে ফ্রিজ করে নেন জাজমেন্টর জন্য।
আজ কমিটির পক্ষে আইনজীবী সলমন খুরশিদ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন দীর্ঘক্ষণ। অন্যদিকে সরকারের পক্ষে মোহন পারাসরন, কমিশনের পক্ষে জয়ন্ত ভূষন, ফোরাম ও বোর্ডের পক্ষে হুজেফা আহমেদী,দাভে, এম আর সামসাদ, আদিত্য সমাদ্দার প্রমুখ আইনজীবীগণ সুপ্রীম কোর্টে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের বেতনের জন্য সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিচারপতিগণ তাতে কোন কর্ণপাত করেননি। উল্লেখ্য, এই শিক্ষকদের বেতন না দেওয়ার কারণ দেখিয়ে গত শুনানিতে ১২ তারিখের মধ্যে এফিডেভিট দাখিল করার নির্দেশ দিয়েছিলেন দুই বিচারপতি। রাজ্য সরকার বেতনের বিরোধিতা করে সেই এফিডেভিট জমা করেছে বলে জানা গেছে। সরকারের বক্তব্য কমিটির মাধ্যমে নিযুক্ত এই শিক্ষকগণের বাস্তবে অস্বিত্ব নেই, তারা ডিএমইর কাছে নথিপত্র যাচাইয়েও আসেননি।
এবিষয়ে কমিশন ও ফোরাম পক্ষের আইনজীবী আদিত্য সমাদ্দার বলেন- “মামলা শেষ। কল্যাণ বাবু আজ স্যালারির চেষ্টা করলেন , কিন্তু বিচারপতিগণ শোনেননি। বেতন ঝুলে গেছে (স্যালারি লটক গ্যায়া), যা হবে জাজমেন্টে!”
শুনানি শেষে কন্টাই রহমানিয়া হাই মাদ্রাসার আইনজীবী আবু সোহেল নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানান, “আজকে সব পক্ষের বক্তব্য শেষ, কোর্ট সব শুনে জাজমেন্ট রিজার্ভ করে দিয়েছে, যে কোনো দিন কোর্ট এবার রায় ঘোষণা করবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584