নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
কাঁকিনাড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ওপর আক্রমণের প্রতিবাদ। এবার ব্যারাকপুর বারাসত রোডের ওপর বারাপুর ব্রিজের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিজেপি তৃণমূল। ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা।
অভিযোগ, গায়ের জোরে এলাকায় বন্ধ করতে চাইছেন বিজেপি কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তাই রুখতে যান তৃণমূলীরা। আর তাতেই সংঘর্ষ।দাবি একটাই- অর্জুন সিংয়ের ওপর হামলাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তি।
তারই প্রতিবাদে আজ বিজেপি ১২ ঘণ্টা বনধ কর্মসূচি। সকাল ছ’টা থেকে রেল অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। তারপর তার প্রভাব পড়ে সড়কপথেও।
ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় অবরোধ করতে থাকেন তাঁরা। রাস্তার মাঝে মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অটো, টোটো, অন্যান্য গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় বেশ কিছু দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুনঃ গ্রামীন সম্পদ কর্মীদের ডেপুটেশন ঘিরে উত্তেজনা
ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এরপর কল্যাণী এক্সপ্রেসওয়ের বার্নপুর এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন।
বারাকপুর ব্রিজের সামনে জোর করে অবরোধ করার চেষ্টা করলে বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেন তৃণমূলীরা। আর তা নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এলাকায় পুলিস রয়েছে। তবে বারাকপুরের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা রয়েছে।
ওদিকে দুত্তপুকুরের জয়পুলে বিজেপি বনধ করে বনধ তুলতে গেলে বিজেপি তৃণমূল সংঘর্ষের সৃষ্টি হয়,পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584