শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

পাল যুগ,সেন যুগ বা তারও আগে থেকে অবিভক্ত দিনাজপুর জেলা এক বর্ধিষ্ণু অঞ্চল ছিলো।সেই কারনে এই অঞ্চলের পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস,আছে লোকাচার।সেই লোকাচারের সাথেই এই জেলায় কোনায় কোনায় সৃষ্টি হয়েছে বিভিন্ন দেবদেবীর পুজোর প্রচলন।

তেমনি এক লোকাচার থেকে সৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া গাজীপুরের ফেসকি কালির পুজো।একই দিনে একশো মিটার ব্যাসার্ধের মধ্যে ফেসকি কালি,রক্ষা কালি,শেয়াল কালি রসনি কালি সহ পাঁচের বেশি দেবদেবীর পুজোর হয় এখানে।যা এককথায় অভিনবই বলা চলে।
আরও পড়ুনঃ শতবর্ষ প্রাচীন চঞ্চলা কালির পুজো ঘিরে উদ্দীপনা

কথিত আছে,আজ থেকে আড়াইশো তিনশো বছর আগে এই গাজিপুর অঞ্চলে মড়ক দেখা দিলে এই অঞ্চলের মানুষকে ফেসকি কালি সহ বিভিন্ন দেবদেবী তাদের পুজো করার জন্য স্বপ্নাদেশ করেন।দেবদেবীদের স্বপ্নাদেশ পেয়ে এই অঞ্চলের মানুষ এই জাগ্রত দেবদেবীদের পুজো শুরু করেন।এই পুজোতে পশুবলির ও প্রচলন আছে।
সেই থেকেই এই পুজো উপলক্ষ্যে এই অঞ্চলের মানুষ এই দেবদেবীদের কাছে তাদের মনোস্কামনা পূরনের উদ্দেশ্যে মানত করে থাকেন। বসে সাতদিন ব্যাপি বিশাল মেলা।বাংলাদেশ সীমান্তের এক থেকে দুশো মিটারের মধ্যেই এই পুজো হওয়ায় অতীতে দেশ ভাগের পূর্বে কাঁটাতারের ওপার থেকেও মানুষ আসতেন এই সমস্ত দেবদেবীদের পুজো করতে। বিভিন্ন অভিনব লোকাচার, বিভিন্ন মিথ এবং ইতিহাসের স্মৃতি বহন করে চলা দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামের এই পুজো ও মেলা এক মিলন উৎসবে রুপান্তরিত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584