ঝড়ে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে অগ্নিকান্ডে ভস্মীভূত বাসগৃহ

0
139

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the house burned for heavy storm
নিজস্ব চিত্র

ফণী আসার পূর্বেই ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ঘটল অগ্নিকান্ড।

বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে বাড়িতে আগুন লেগে যাওয়ায় ভস্মীভূত হল পরিযায়ী শ্রমিক পরিবারের বাড়ি।

the house burned for heavy storm
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নং ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহম্মদনগর গ্রামীণ এলাকায়।

the house burned for heavy storm
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায় যে,বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদুৎ পরিবাহী তার ঝড়ে ছিঁড়ে পড়ে গিয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

the house burned for heavy storm
নিজস্ব চিত্র
the house burned for heavy storm
নিজস্ব চিত্র

রায়দিঘী থানার অন্তর্গত নন্দকুমার গ্রামপঞ্চায়েতের মহম্মদ নগরের বাসিন্দা গৌতম হুদাই বিগত সাত বছর ধরে দিল্লীতে পরিচালকের কাজ করে।সেখানে তিনি স্ত্রী এবং এক ছেলেকে নিয়েই কাজের সূত্রে বসবাস করেন।ছোট ছেলে নরেন্দ্রপুরে হোস্টেলে থেকে পড়াশোনা করে কাকার তত্ত্বাবধানে।

আরও পড়ুনঃ নির্বাচনী সভা বাতিল,খড়্গপুরে থাকছেন মুখ্যমন্ত্রী

দিল্লী থেকে উপার্জনের টাকা দিয়ে গ্রামে এই বাড়ি করেছেন আর কিছু ধানী জমি কিনেছিলেন যার দেখাশুনা করতেন গৌতম বাবুর ছোট ভাই।ফণীর সতর্কবার্তা অনুযায়ী ধান কেটে বাড়ির পাশেই গাদা করে রাখা ছিল।সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এবং ঝড়ের দাপটে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে সেখানে পড়ে নিমেষের মধ্যে ধরে যায় আগুন।স্থানীয়রা নেভাবার চেষ্টা করলেও ঘরের আসবাবপত্র সহ টিভি ফ্রিজ সব পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন রায়দিঘী থানার পুলিশ একইসাথে আসেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না পাত্র,উপপ্রধান কানাই গিরি,পঞ্চায়েত সদস্য লজ্জাবতী খাঁড়া এবং সমাজসেবী মনোরঞ্জন পাত্র।

ক্ষতিগ্রস্ত পরিবারের ছোট ছেলেও খবর পেয়ে হোস্টেল থেকে চলে আসে।দুর্ঘটনার খবর পেয়ে গৌতম বাবু তার স্ত্রী ছেলেকে নিয়ে দিল্লী থেকে রওনা দিয়েছেন বলে জানা গেছে।পঞ্চায়েত প্রশাসন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here