নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রাধিকাপুর গ্রামে শুক্রবার গভীর রাতে আগুনে ছাই হয়ে গেল একটি বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের মহম্মদ মহসিনের বাড়িতে আগুন লাগে। সে সময় মহসিন সাহেব ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না।

তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গ্রামের লোকেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে মহসিনবাবুর বাড়ির দুটি ঘরই পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুনঃ ঘর থেকে উদ্ধার বৃদ্ধার ঝুলন্ত দেহ, অবসাদেই মৃত্যু অনুমান পুলিশের
পুড়ে যায় বাড়িতে রাখা সমস্ত আসবাবপত্র। স্থানীয় শিক্ষক রফিকুল আলম বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। আগুন লাগায় পরিবারটির সবকিছু শেষ হয়ে গিয়েছে।ব্লক থেকে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে যাতে কিছু ত্রাণ দেওয়া হয়, সেদিকটিও খতিয়ে দেখা হবে বলে জানা যায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584