নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
চেন্নাই এ কদিন ধরে ভারি বর্ষণের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার কোয়েম্বাতোরে দেওয়াল ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ তে। বিশেষজ্ঞদের দাবি, চেন্নাই-সহ বেশ কয়েকটি এলাকায় ভারি বর্ষণ চলবে। মেট্টুপালায়মের কাছে নাদুরে চারটি বাড়ির উপর প্রাচীর ধসে পড়ে।
গত দু’দিনের প্রবল বৃষ্টিপাত এমনিতেই পাঁচজনের জীবন কেড়ে নিয়েছে। সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির তেজ বাড়বে। স্থানীয় আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে, তামিলনাড়ুর ছয়টি জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আইএমডি এর চেন্নাই দফতর সতর্ক করে দিয়েছে, তামিলনাড়ুর তিরুভল্লুর, ভেলোর, তিরুভান্নামালাই, থুথুককুডি, রামানাথাপুরম এবং তিরুনেলভলিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ২০ সেমি’র উপর বৃষ্টিপাত হতে পারে। চেন্নাইয়ের জেলা প্রশাসন সোমবার স্কুল-কলেজের ছুটি ঘোষণা করেছে।
আরও পড়ুনঃ কলেজস্তরে যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম ঝাড়গ্রাম রাজ কলেজ
একতি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তামিলনাড়ু স্টেট ডিসাস্টার ম্যানেজমেন্ট সংস্থা সূত্রে জানা গেছে, চেঙ্গেলপেট, তিরুভালুর, রামানাথাপুরাম, থুথুককুডি, রামানাথাপুরম এবং কুদ্দোলোর জেলায়ও স্কুলগুলি বন্ধ থাকবে। ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে, সোমবার নির্ধারিত মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
Tamil Nadu: 15 persons dead after a compound wall collapsed & damaged three houses in Nadoor Kannappan Layout in Mettupalayam today morning, following heavy rain in the region. Rescue operation underway. pic.twitter.com/hLDGlFMiTx
— ANI (@ANI) December 2, 2019
আইএমডি সতর্কতার পরে, রবিবার পুডুচেরি সরকার সোমবার স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভারি বৃষ্টিপাতের ফলে চেন্নাই এর বেশ কয়েকটি শহরতলিতে জলবদ্ধ অবস্থা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে শোহিংনলালুর, পল্লবরাম, তাম্বারাম, নানমঙ্গলম এবং সেলাইউর।
বৃষ্টিপাত আংশিকভাবে চেন্নাইয়ের শহরতলির বাইরে শতাধিক ঘরবাড়ি নিমজ্জিত করেছে। চেন্নাই সিটি কর্পোরেশন বিভিন্ন বাড়ি থেকে জল নিষ্কাশনের জন্য হেল্পলাইন খুলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584