ঝড়ে ভেঙেছে ঘর,সাহায্যের আশায় বসে গোটা পরিবার

0
63

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

ঝড় বৃষ্টিতে জরাজীর্ণ ঘর ভেঙে গেছে প্রায় দেড় মাস আগে তারপর থেকে গৃহহীন হয়ে গ্ৰাম পঞ্চায়েতের কমুউনিটি হলে আশ্রয় নিয়ে আপাতত দিন কাটাচ্ছেন ভার্ণাবাড়ি চা বাগানের ভোলা লাইনের বাসিন্দা ধর্ম চন্দ লোহার।

নিজস্ব চিত্র

গত জুলাই মাসে ১৯ তারিখ তাদের ঘর ঝড় বৃষ্টিতে ভেঙ্গে পড়ে ধূলিসাৎ হয়ে যায় ভাগ‍্যক্রমে ঐ সময় ঘরে কেউ ছিলনা তাই ভাগ‍্যের জোরে বেঁচে যায় পরিবারটি বর্তমানে গৃহহীন।

ধর্মচন্দ লোহার জানান, “দীর্ঘদিন থেকে তাদের ঘরটি জরাজীর্ণ।ধর্মচন্দ আক্ষেপ করে বলেন, “আমরা শুনতে পাই কত লোক প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাচ্ছে , ইন্দিরা আবাস পাচ্ছে, গীতাঞ্জলি ঘর পাচ্ছে এমনকি যাদের ঘর আছে তারাও আরো ঘর পাচ্ছে কিন্ত আমি আমার বৃদ্ধা অসুস্থ মা ও স্ত্রী কে নিয়ে বারান্দায় দিন কাটাচ্ছি কমুউনিটি হলের।

ধর্মচন্দ লোহার,গৃহহীন।নিজস্ব চিত্র
রুবি রজক,মালঙ্গী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রশাসনের উদ্যোগে দুই শিশু পেল বাসস্থান ও শিক্ষার আলো

আমরা গৃহহীন,আমাদের মাথা গোঁজার কোনো আশ্রয় নেই ধর্মচন্দের প্রশ্ন তাহলে এসব সূযোগ সুবিধা কি চা বাগানের জন‍্য নয় তবে আমরা কি কিছুই পাবো না ?”

এই বিষয়ে মালঙ্গী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান রুবি রজক জানান,”আমরা বিষয়টি বিডিও অফিসে জানিয়েছি ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here