নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিপর্যয়ের মাঝে আর এক বিপর্যয়। কথায় আছে মড়ার উপর খাঁড়ার ঘা। আর একেই বলে তার প্রকৃষ্ট উদাহরণ।একদিকে যখন করোনা ভাইরাস এর জন্য চারিদিকে আতঙ্ক।

আর ঠিক সেই সময় বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের নছিপুর গ্রাম পঞ্চায়েতের ভসরাতে ক্ষণিকের ঝড়ে উড়ে গেল বাড়ির চাল। যখন করোনা ভাইরাসের সংক্রমনে মানুষের মধ্যে আতঙ্ক, ঠিক তারই মাঝে দাঁড়িয়ে আর এক আতঙ্ক দেখা দিল ভসরা এলাকার মানুষদের মধ্যে।

হঠাৎ বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়ায় তছনছ করে দিল ভসরা বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি বাড়ি সহ বাসস্ট্যান্ডে থাকা কয়েকটি দোকান। এলাকাবাসীর বক্তব্য কয়েক মিনিট ছিল এই ঝোড়ো হাওয়া কিন্তু বৃষ্টি চলছিল প্রায় আধঘন্টা ধরে।সঙ্গে ছিল বিদ্যুতের ঝলকানি।

বাতাসের তিব্রতা এমনই ছিল যে গাছপালা ভেঙে পড়ে যায়, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এলাকার প্রায় ৬-৭ টি বাড়ির চাল উড়িয়ে নিয়ে যায়। দমকা হাওয়ায় কয়েককটি বাড়ির কিছুটা অংশ ভেঙ্গে দেয়। এছাড়াও কয়েকটি দোকানের আংশিক কিছুটা অংশ ভেঙে যায়।

আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে গমের বিঘা পুড়ে যাওয়ায় মাথায় হাত চাষিদের
এই ঘটনার খবর পাওয়া মাত্রই ভসরা এলাকায় ছুটে যান কেশিয়াড়ী থানার আই সি বিশ্বজিত হালদার ও কেশিয়াড়ী ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ, সঙ্গে ব্লকের তৃণমূল নেতৃত্ব সংকেত পালোই। এলাকার মানুষদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584