পিয়ালী দাস, বীরভূমঃ
ঋণের টাকা মেটাতে অপহরণের ছক কষে ব্যবসায়ীকে ফাঁসিয়ে গরাদে ঢুকল গৃহবধূ।
ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। গত শুক্রবার দুবরাজপুরের মনি বাউরী নামে এক গৃহবধূ দুবরাজপুরের একটি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের সামনে থেকে তাকে একটি গাড়িতে চাপিয়ে অপহরণ করা হয়।
এমনই অভিযোগ করেন মনি বাউরীর স্বামী গঙ্গা বাউরী দুবরাজপুর থানায় । অপহরনের অভিযোগ ওঠে প্রত্যূষ দত্ত মোদি নামে শহরেরই এক ব্যাবসায়ীর বিরুদ্ধে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ প্রত্যুষ দত্ত মুদিকে গ্রেপ্তার করে শুক্রবার রাতে। শনিবার তাকে দুবরাজপুর আদালতে তােলা হয়। তদন্ত চলাকালীন মনি বাউরীকে আসানসােলের নর্থ থানা থেকে উদ্ধার করা হয়।
গৃহবধূর গােপন জবানবন্দি প্রার্থনা করা হয় আদালতের নিকট। আদালত তা মঞ্জুর করে। আর অভিযুক্ত ব্যক্তিকে তিনদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন
বিচারক।
আরও পড়ুনঃ সন্দেহের জেরে কুপিয়ে খুন স্ত্রীকে, গ্রেপ্তার স্বামী
অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে দুবরাজপুর থানা পুলিশ অপহরণ কান্ডের তদন্তে তোড়জোড় শুরু করে। যেখান থেকে অপহরণ করা হয় গৃহবধূকে সেই জায়গায় নিয়ে গিয়ে পুননির্মাণ করা হয়।
আর তারপরই ওই গৃহবধূর দেওয়া যুক্তিতে অসঙ্গতি খুঁজে পায় দুবরাজপুর থানা পুলিশ।গৃহবধূর কথায় অসঙ্গতি খুঁজে পেয়ে দফায় দফায় চলে জেরা। অবশেষে পুলিশি জেরার মুখে অপহরণের তৈরি করা নাটক খোলসা করে ফেলে ওই গৃহবধূ।
আরও পড়ুনঃ মায়ের উপর অত্যাচার, বাবাকে খুন করে আত্মসমর্পণ পুত্রের
সে জানাই, বাজারে অনেক টাকা ঋণ হয়ে যাওয়ায় অপহরণের নাটক করে ওই ব্যক্তির কাছ থেকে কিছু টাকা হাতিয়ে ঋণ শোধ করার ধান্দায় ছিলেন তিনি।
পুলিশি তদন্তের পর আজ পুনরায় অভিযুক্ত ব্যক্তিকে দুবরাজপুর আদালতে তোলা হলে সমস্ত তদন্তে নথি আদালত দেখে প্রত্যূষ দত্ত মুদিকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অপহরণের নাটক করে মিথ্যা অভিযোগের জন্য আগামী ১৬ তারিখ মনি বাউড়ির স্বামী গঙ্গা বাউড়ির গোপন জবানবন্দি রেকর্ড করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584