সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
আর্থিক সংকটে দাম্পত্ত কলহ।মারধরের শিকার গৃহবধূ।অভিযুক্ত গৃহবধূর স্বামী সুমন সর্দারের বিরুদ্ধে। উস্থি থানার নস্কর পাড়ার ঘটনা। অভিযোগ বছর দুয়েক আগে ধূপ ব্যবসায়ী সুমন সর্দারের সঙ্গে প্রেম করে বিয়ে হয় বাইশ বছরের দেবশ্রী মান্না।
মেয়ের বাপের বাড়ি শিরাকল গ্রামপঞ্চায়েতের নস্কর পাড়ায়। শ্বশুড় বাড়ি ভান্ডারী পাড়ায়। বিয়ের ছমাস সুখে স্বাচ্ছন্দে দাম্পত্ত জীবন কাটলেও চরম অশান্তি বাঁধে ছমাস পর। সংসারে দেখা দেয় যখন আর্থিক সংকট।বাপের বাড়িতে টাকা চাইতো বলে অভিযোগ, না আনলে মারধর হুমকি।চরম পর্যায়ে পৌছাই গৃহবধূর জীবনে।তাদের রয়েছে চারমাসের শিশু সন্তান।
মেয়ের সুক স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে জামায় সুমন সর্দারের দাবি মানতেন মেয়ের বাপের বাড়ির লোকজন।কিন্তু অত্যাচারে বীতশ্রদ্ধ হয়ে পরে মেয়ের পরিবার। আর্থিক অবস্থা স্বচ্ছল নয় মান্না পরিবারের। দেবশ্রীর বাবার সেলুন দোকান রয়েছে,
যতটা পারতো সাহায্য করত দেবশ্রীর।কিন্তু চাওয়ার পরিমানটা দিন দিন বেড়েই থাকতো। প্রতিবাদ করলে বিজেপি দলের ভয় দেখাতো। দাবি দেবশ্রী ও তার বাপের বাড়ির লোকজনের ।ঘটনার পর একাধিকবার সুমনের কাছে যাওয়ার চেষ্টা করে দেবশ্রী।বাধ্য হয়ে দারস্ত হন সিরাকল পঞ্চায়েত থেকে উস্থি থানায়।অভিযোগের পর হুমকি আসছে বলে দাবি দেবশ্রীর ।
আরও পড়ুনঃ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে
অন্যদিকে অভিযোগ অস্বীকার অভিযুক্ত পরিবারের।কলহ নিয়ে নোংরা রাজনীতিতে নেমেছে বিজেপি ।দাবি তৃনমূল মগরাহাট এক নম্বর ব্লক তৃনমূল কংগ্রেস সাধারন সম্পাদক মানবেন্দু মন্ডলের ।
যদিও বিজেপি জেলা সহকারী সভাপতি সুফল ঘাঁটু অভিযোগ অস্বীকার করেছেন।শিরাকলের ঘটনায় রাজনৈতিক চাপানউতরে দাম্পত্ত জীবন সঙ্কট কতটা মুক্তি পাবে।এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584